নিজস্ব প্রতিবেদন: আজ পয়লা বৈশাখ। নতুন বছরের প্রথম দিনে টুইট করলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনজনই বাংলায় টুইট করেছেন। পশ্চিমবঙ্গের ভাই ও বোনেদের এবং বিশ্বের প্রতিটি প্রান্তে থাকা বাঙালিদের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই । পয়লা বৈশাখের এই শুভক্ষণ সকলের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক, সবার সুস্বাস্থ্য বজায় থাক। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লিখেছেন রামনাথ কোবিন্দ এবং নরেন্দ্র মোদী। আর অন্য দিকে অমিত শাহ তাঁর টুইট বার্তায় লিখেছেন, আসন্ন মঙ্গলময় উত্সব পয়লা বৈশাখ উপলক্ষে আমার সকল বাঙালি বন্ধুদের জানাই অগ্রিম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ঈশ্বরের কাছে কামনা করি এই নতুন বছর প্রত্যেকের জীবনে বয়ে আনুক আনন্দ,শান্তি এবং সমৃদ্ধি।শুভ নববর্ষ!



টুইটে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, লিখেছেন "নব আনন্দে জাগো আজি নবরবিকিরণে, শুভ্র সুন্দর প্রীতি-উজ্জ্বল নির্মল জীবনে। শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ১৪২৮ কাটুক নিরাপদে, আনন্দে ও সুখ-শান্তিতে।