NSA Ajit Doval: হঠাৎ দার্জিলিংয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কারণটা কী?
নামটা যেহেতু অজিত ডোভাল (National Security Advisor Ajit Doval), তাই তাঁর দার্জিলিং ভ্রমণের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দার্জিলিংয়ে অজিত ডোভাল (National Security Advisor Ajit Doval)। প্রশাসনিক সূত্রে খবর, শনিবার পাহাড়ে এসেছেন তিনি। ব্যক্তিগত কাজে এসেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
জানা গিয়েছে, শনিবার বাগডোগরা বিমানবন্দরে নামেন অজিত ডোভাল (National Security Advisor Ajit Doval)। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা। এরপর সোজা কার্শিয়াংয়ের হোটেলে চলে যান তিনি। তাঁর সঙ্গে রয়েছে স্ত্রী। প্রশাসনিক সূত্রে খবর, ছুটি কাটাতে পাহাড়ে এসেছেন অজিত ডোভাল (National Security Advisor Ajit Doval)। সম্ভবত পাঁচদিন থাকবেন তিনি।
নামটা যেহেতু অজিত ডোভাল (National Security Advisor Ajit Doval), তাই তাঁর দার্জিলিং ভ্রমণের খবর ছড়িয়ে পড়তেই BJP, Mithun Chakraborty: লোকসভার আগে ফের বঙ্গ বিজেপিতে সক্রিয় মিঠুন, ইঙ্গিত সুকান্তর
আরও পড়ুন: PM Narendra Modi: রাজনৈতিক হিংসা নিয়ে সরব মোদী, প্রধানমন্ত্রীর মুখে দু'বার বাংলার নাম!
আরও পড়ুন: BJP National Executive Meeting: কংগ্রেসকেই মূল প্রতিপক্ষ ধরে তুলোধনা বিজেপির