নিজস্ব প্রতিবেদন: সোমবার মুর্শিদাবাদের নওদা ও কান্দি বিধানসভার উপনির্বাচন। সকাল  থেকেই শুরু হয়ে ভোটগ্রহণ। মোট ৫১৭টি বুথে ভোটগ্রহণ চলছে। এখনও পর্যন্ত কোথাও কোনও অশান্তির খবর নেই।
অধিকাংশ বুথেই নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোট করানোর দায়িত্বে রয়েছেন আড়াই হাজার ভোটকর্মী।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



জোর টক্কর কংগ্রেসের অধীর চৌধুরী ও তৃণমূলের শুভেন্দু অধিকারীর মধ্যে। 
নওদা ও কান্দি এই দুটি বিধানসভা কংগ্রেসের দখলে ছিল। পরবর্তী সময় অপূর্ব সরকার ও আবু তাহের খান দলবদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাঁরা  বহরমপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


ভোট পরবর্তী হিংসা, কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ
এই দুই নেতাই কান্দি ও নওদা থেকে পদত্যাগ করায় সেখানে আজ উপনির্বাচন হচ্ছে। কান্দিতে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন গৌতম রায়। কংগ্রেসের প্রার্থী হয়েছেন সফিউল আলম খান ও বিজেপি প্রার্থী সনত্ মণ্ডল। বামেরা কোনও প্রার্থী দেননি।