নিজস্ব প্রতিবেদন : রাজ্যে ফের রেকর্ড সংখ্যক করোনার সংক্রমণ। একদিনে প্রায় ৩০০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৯৯৭ জন। এরফলে রাজ্যে মোট করোনার আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩২৩ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৬ জন। এরফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দিয়েছে ২,২৫৯ জন। অন্যদিকে, এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৪৪৭ জন। তবে সামান্য স্বস্তির বিষয় এটাই যে রাজ্যে ডিসচার্জ রেট ৭০ শতাংশের উপরে। ডিসচার্জ রেট ৭৩.২৫ শতাংশ। 


গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। ২,৪৯৭ জন সুস্থ হয়ে উঠে ছাড়া পেয়েছেন। যার ফলে রাজ্যে মোট ৭৮ হাজার ৬১৭ জন মানুষ করোনা জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন।


আরও পড়ুন, 'দল ও সরকারি সব অনুষ্ঠানে উপস্থিত থাকুন', জল্পনা এড়াতে বার্তা শুভেন্দুকে