অয়ন ঘোষাল: আজকেও উপকূল ও সংলগ্ন কিছু জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। আপাতত শীতের আমেজে ফিকে। গাঙ্গেয় বঙ্গে মেঘলা আকাশের কারণে বাড়ল রাতের তাপমাত্রা। আবার একই কারণে বাড়তে পারল না দিনের তাপমাত্রা। বাকি বঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা বেশি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিস্টেম


স্থলভাগে ঢুকে শক্তি হারাতে শুরু করা ঘূর্ণিঝড় ফেইঞ্জল এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত। উত্তর তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল থেকে ক্রমশঃ পশ্চিমের দিকে এগোচ্ছে। আর কয়েক ঘণ্টার মধ্যে গোটা সিস্টেম বিলীন হয়ে যাবে। 


দক্ষিণবঙ্গে


মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা ৬ জেলায়। আজও  হালকা বৃষ্টির  সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা জেলাতে। 
রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই। আগামী ৪/৫ দিনে দু-এক ডিগ্রি তাপমাত্রার হেরফের হতে পারে। বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে অনেকটাই নেমে গেছে দু এক জেলার কিছু এলাকায় কোল্ডে পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানেও আগামী দু-তিন দিনে কিছুটা বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শেষে আবার পারা পতনের ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। ৬ তারিখ থেকে পশ্চিমের জেলায় ফিরবে শীতের আমেজ। ৯ তারিখের পর কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের পারদ কোনো কোনো জেলায় ১৫ এর ঘিরে নামতে পারে। 
সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূম জেলাতে।


আরও পড়ুন: West Bengal News LIVE Update: গলাকাটা অবস্থায় প্রাণ বাঁচাতে যুবকের দৌড়! চাঞ্চল্য মগরাহাটে...


উত্তরবঙ্গ


সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। 


আগামী ৪/৫ দিনে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। দু এক ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। সপ্তাহের শেষে উইকেন্ডে নতুন করে তাপমাত্রা নামতে পারে। নতুন করে শীতের স্পেলের ইঙ্গিত আবহাওয়া দফতরে। 


কলকাতা


সম্পূর্ণ মেঘলা আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। চরচড়িয়ে বাড়ল রাতের তাপমাত্রা। আবার মেঘলা আকাশের কারণে নামল দিনের তাপমাত্রা। নিরাশ হওয়ার কিছু নেই। ফিরছে শীত। জানালো আবহাওয়া দফতর। 


ধীরে ধীরে কমবে তাপমাত্রা। সপ্তাহের শেষে শীতের আমেজ ফেরার ইঙ্গিত। ৯ তারিখের পর তাপমাত্রা ১৫ এর ঘরে নামতে পারে বলে ইঙ্গিত। 


কলকাতার তাপমান


রাতের তাপমাত্রা ১৯.১ থেকে আরো বেড়ে ২০ ডিগ্রি। গতকাল দিনের তাপমাত্রা ২২ থেকে প্রায় সাড়ে ৪ ডিগ্রি বেড়ে ২৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৯ থেকে ৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় আলিপুরে ১ মিলিমিটারের সামান্য কম বৃষ্টি হয়েছে। 


 ভিনরাজ্যে


ভারী বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ু ,পন্ডিচেরি ও করাইকাল এলাকায়। এই রাজ্যগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের মাঝামাঝি অন্ধপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক ইয়ানাম রায়লসীমাতে। ভারী বৃষ্টি কেরল মাহে এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তর প্রদেশের কিছু এলাকায়।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)