নিজস্ব প্রতিবেদন: সরকারি হাসপাতালে পাচার চক্র। দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে উধাও হয়ে গেল সদ্যোজাত শিশু। জানা গিয়েছে, রবিবার প্রসব যন্ত্রনা নিয়ে হাসপাতাল ভর্তি হন তিলক রোড বস্তির পাপিয়া বিবি। সোমবার সকালে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। মা ও বাচ্চাকে সুস্থ দেখে বাড়ি যান স্বামী শেখ রফিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : এখনই জট কাটছে না, অভিভাবকদের লেখা GD বিড়লা কর্তৃপক্ষের চিঠিতে অমার্জনীয় ত্রুটি


পাপিয়া বিবির অভিযোগ, তখনই নার্সরা সদ্যোজাতকে পোলিও টিকা খাওয়ানোর কথা বলেন। মা দুর্বল হওয়ায় নার্সরাই বাচ্চাকে কোলে নেন বলে অভিযোগ। এরপর পাপিয়া দেবী মাথা ঘুরে পড়ে যান। জ্ঞান ফিরলে দেখেন শিশু নেই। NTS থানার পুলিস হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করেছে। পুলিস সূত্রে খবর, হাসপাতালের করিডরের CCTV গুলির অধিকাংশই অকেজো। ফলে আদৌ শিশু উদ্ধার হবে কিংবা দোষীরা ধরা পড়বে কি না তা স্পষ্ট নয়।


আরও পড়ুন : পড়ুয়ার ‌‌যৌন নিগ্রহ, ক্ষমা চাইলেও প্রিন্সিপালকে সরাতে নারাজ জি ডি বিড়লা কর্তৃপক্ষ