নিজস্ব প্রতিবেদন : গাড়ি ভাড়া নিয়ে চালককে খুনের ঘটনা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের নাগাল পেতে চাইছে পুলিস। গতকালই বর্ধমানের শক্তিগড় থেকে প্রায় দশ কিলোমিটার দূরে উদ্ধার হয় কুন্দন মহারাজের দেহ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যায়, হাওড়ার একটি হোটেল থেকেই গাড়ি ভাড়া দেওয়ার কাজ করতেন তিনি। ৬ তারিখ তাঁর কাছ থেকে গাড়ি ভাড়া নেয় চারজন। কথা ছিল শক্তিগড় যাবে। এরপর গতকালই জাতীয় সড়কের পাশে বেচারহাটে উদ্ধার হয় কুন্দনের দেহ। গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কিন্তু, কিছুদূর গিয়ে সেই গাড়িও দুর্ঘটনার কবলে পড়ে। এরপর গাড়ি ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা।


যারা গাড়ি ভাড়া নিয়েছিল, তাদের ছবি বাবাকে পাঠিয়েছিল নিহত কুন্দন। সেই ছবিও খতিয়ে দেখছে পুলিস। হাওড়ার গোলাবাড়ি থানায় এসে তদন্ত শুরু করেছে বর্ধমান পুলিস। প্রাথমিকভাবে অনুমান, কুন্দনকে খুন করে গাড়ি পাচারেরই ছক ছিল দুষ্কৃতীদের।


আরও পড়ুন, খুনের হুমকি দিয়ে বারবার ধর্ষণ সপ্তম শ্রেণির ছাত্রীকে, অপমানে আত্মঘাতী কিশোরী


কিন্তু, দুর্ঘটনায় পড়ায় সেই ছক বানচাল হয়ে যায়। তাই গাড়ি ফেলে পালায় দুষ্কৃতীরা। ঘটনা জেরে হাওড়ার অন্য চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।