নিজস্ব প্রতিবেদন: খড়দা প্রতুল চক্রবর্তী খুনে নয়া তথ্য। ধৃত স্ত্রী অদিতি চক্রবর্তীর ব্যাঙ্কের আর্থিক লেনদেনে অসঙ্গতি।  পুলিসের তদন্তে জানা গিয়েছে, অদিতির বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যাংশাল আদালতে দুটি চেক বাউন্সের মামলা রয়েছে। যদিও এপ্রসঙ্গে অদিতি  পুলিসকে আবারও বিভ্রান্ত করার চেষ্টা করেছে বলে জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মেট্রোয় আগুন-এ ‘ভাইরাল’ আতঙ্ক, ২৪ ঘণ্টার মধ্যেই প্রতিশ্রুতি ভুলল কর্তৃপক্ষ


বৃহস্পতিবারই অদিতিকে নিয়ে  কাশীপুরে এক গয়নার দোকানে নিয়ে যাবে খড়দা থানার পুলিশ। পুলিসকে অদিতি জানিয়েছে, কিছু সোনার গয়না বন্দক রেখেই প্রতুল বাবুকে টাকা দিয়েছিল সে। তার সত্যতা যাচাই করতেই তাকে নিয়ে সোনার দোকানে যাবে পুলিস।


আরও পড়ুন: এবার ‘X’ ক্যাটাগরির নিরাপত্তা জয় বন্দ্যোপাধ্যায়েরও!


জেরায় অদিতির দাবি, প্রতুল চক্রবর্তী তাকে বার বার চাপ দিত ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য। একটি চিটফান্ড সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন প্রতুল চক্রবর্তী। আর অদিতিকে লোভ দেখাতেন ওই চিটফান্ডে টাকা খাটিয়ে জমা টাকার দ্বিগুণ পরিমাণ টাকা তাকে ফেরত দেওয়ার। বাড়তি টাকার লোভেই কখনও সোনা বন্ধক রেখে, আবার কখনও মাইনের টাকা থেকেও প্রতুলকে  টাকা দিত অদিতি।