কাটমানি ইস্যুতে আরও কড়া রাজ্য, ইকনমিক অফেন্স উইংয়ে তৈরি নতুন পদ
ডেপুটি ডিরেক্টর পদ তৈরি করা হল। এই পদে আনা হল তন্ময় রায়চৌধুরীকে। এ়খন ইকনমিক অফেন্স উইংয়ের ডিরেক্টর পদে আছেন কে জয়রামন।
নিজস্ব প্রতিবেদন: কাটমানি সহ আর্থিক দুর্নীতি রোধে আরও কড়া রাজ্য। ইকনমিক অফেন্স উইংয়ে নতুন পদ রাজ্যের। ডেপুটি ডিরেক্টর পদ তৈরি করা হল। এই পদে আনা হল তন্ময় রায়চৌধুরীকে। এ়খন ইকনমিক অফেন্স উইংয়ের ডিরেক্টর পদে আছেন কে জয়রামন।
প্রসঙ্গত, কাটমানি ইস্যুতে আরও কড়া পদক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, কাটমানির অভিযোগ উঠলে কাউকেই রেয়াত করা হবে না। কাটমানি সংক্রান্ত কোনও অভিযোগ এলে তা গুরুত্ব দিয়ে শোনার জন্য পুলিস সুপারদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি কোনও সরকারি কর্মী কিংবা জনপ্রতিনিধির বিরুদ্ধে কাটমানির অভিযোগ উঠলে ৪০৯ নম্বর ধারায় মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন তিনি।
নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই কাটমানি ফেরত্ চেয়ে রাজ্যে বিভিন্ন প্রান্তে বিক্ষোভের খবর আসছে। কাটমানি ইস্যুতে উত্তাল হচ্ছে বিধানসভাও। কাটমানির তদন্তে কমিটি গঠনের জন্য বিধানসভায় প্রস্তাব দিয়েছেন আবদুল মান্নান।