নিজস্ব প্রতিবেদন: ট্রেনের গায়ে চার্ট দেখে এতদিন যাঁরা নিজেদের সিট খুঁজতে অভ্যস্থ ছিলেন, তাঁরা এবার থেকে বদলে ফেলুন সেই অভ্যাস। কারণ, এবার থেকে আর ট্রেনের গায়ে কোনও চার্ট লাগানো থাকবে না। সেক্ষেত্রে একজন যাত্রী কীভাবে জানবেন, তাঁর সিট নাম্বার, সেটাই ভাবছেন তো? জেনে নিন -


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - "এভাবে চলে যেতে পার না", শহিদ স্বামীকে জড়িয়ে আর্তি স্ত্রীর


১) যে সমস্ত যাত্রীদের টিকিট কনফার্মড, তাঁরা টিকিট কাটার সময়, টিকিটেই দেখতে পাবেন নিজেদের সিট নাম্বার। টিকিটের উপরেই লেখা থাকবে সিট নাম্বার।


২) ওয়েটিং লিস্ট RAC-এর ক্ষেত্রে টিকিট কাটার সময় যে, মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখানেই তাঁরা SMS পাবেন টিকিটের স্ট্যাটাস নিয়ে। এক্ষেত্রে ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে তাঁরা সেই SMS পাবেন।


৩) 139 নম্বরে PNR দিয়ে টিকিটের স্ট্যাটাসও জানতে পারবেন যাত্রীরা।


৪) এছাড়াও, বিভিন্ন বড় বড় স্টেশনে ডিজিটাল চার্টিং ব্যবস্থা রয়েছে। তা ছাড়াও প্ল্যাটফর্মগুলোতে ম্যানুয়াল বোর্ডও থাকছে। সেখানে ওয়েটিং লিস্টের যাত্রীরা তাঁদের টিকিটের স্ট্যাটাস জানতে পারবেন।


ফলে, শুধুমাত্র ট্রেনে ওঠার সময় ট্রেনের গায়ে আটকানো রিজার্ভেশন চার্টটি এবার থেকে আর দেখতে পাওয়া যাবে না। যাত্রীদের বদলে ফেলতে হবে, এতদিনের পুরনো অভ্যাস।


আরও পড়ুন - চোর-পুলিস খেলা! অল্পের জন্য হাতছাড়া বিমল গুরুং