নিজস্ব প্রতিবেদন:  অনলাইন বিপণন সংস্থা ‘আমাজন’ থেকে পোশাক  কিনে জালিয়াতির শিকার নিমতার দম্পতি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চোট গেল ১১হাজার টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সম্প্রতি নিমতার দুর্গানগর নারায়ণপল্লির বাসিন্দা জয় সরকার আমাজন থেকে একটি জামা কেনেন। কিন্তু সেই জামা ঠিক সাইজের না হওয়ায়, তা ফেরত্ পাঠিয়ে দেন তাঁরা। এরপর আমাজনের অ্যাকাউন্ট থেকে টাকা রিটার্ন করে দেওয়া হয়। কিন্তু অ্যাকাউন্টে নথিভুক্ত নম্বরে টাকা ফেরতের কোনও মেসেজ ঢোকে না।


অস্বিত্ব জাহির করতে সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনা ছিল, তা নিয়ে পড়াশোনাও শুরু করে দিয়েছিল ইজাজ!


এরপরই ঘটে বিপত্তি। কীভাবে?


জয় সরকার গুগলে গিয়ে আমাজনের হেল্প লাইন নম্বর সার্চ করেন। ওই নম্বরে ফোন করে গোটা বিষয়টি জানান তিনি। অভিযোগ, এরপর ওই নম্বর থেকে পাল্টা ফোন করে জয় সরকারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ডেবিট কার্ডের সিভিভি নম্বর ও ওটিপি জিজ্ঞাসা করা হয়। কিছুক্ষণ পর ফোন করে বলা হয়, জয় সরকারের অ্যাকাউন্টে কোনও সমস্যা হচ্ছে। তাঁর স্ত্রী মেঘার অ্যাকাউন্ট ডিটেলসও ওইভাবে চাওয়া হয়। এরপরই তাঁদের ফোনে মেসেজ ঢোকে, যে দুজনের অ্যাকাউন্ট থেকে যথাক্রমে ৭ হাজার টাকা ও ৪ হাজার টাকা তোলা হয়েছে।


নিমতা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।