নিজস্ব প্রতিবেদন : বহরমপুর কাণ্ডের ছায়া নিমতায়? শাড়ি ব্যবসায়ী পরিচয় দিয়ে ঘরে ঢুকে গৃহবধূর উপর হামলার অভিযোগ উঠল নিমতা বেলঘরিয়ার অরবিন্দ নগরে। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্তে নিমতা থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আক্রান্ত গৃহবধূর অভিযোগ, আজ দুপুরে বছর ৩৮-এর ওই ব্যক্তি ব্যাগে করে শাড়ি নিয়ে আসে তাঁদের বাড়ি। নিজেকে শাড়ি ব্যবসায়ী বলে পরিচয় দেয়। সেইসময় তিনি বাড়িতে একাই ছিলেন। তিনি শাড়ি দেখতে না চাইলেও, জোর করে ঘরে ঢুকে পড়ে ওই ব্যক্তি। শাড়ি দেখাতে শুরু করে। বাধা দেন তিনি। আর তার তখনই অভিযুক্ত ব্যক্তি পকেট থেকে ধারালো অস্ত্র বের করে তাঁর উপর চড়াও হয়। তাঁকে আঘাতের চেষ্টা করেন। 


ওই গৃহবধূ জানিয়েছেন, ঘটনাক্রমে তখনই তাঁর মা বাড়িতে চলে আসেন। তারপরই অভিযুক্ত পালিয়ে যায়। তাঁর আরও অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্বামীর সঙ্গে তাঁর বিবাদ চলছে। মাঝেমধ্যেই তিনি হুমকি ফোন পান। তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় এর আগেও নিমতা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। আজ ফের এই ঘটনার পর আতঙ্কিত তিনি।


আরও পড়ুন, Minor Molestation: ধারালো অস্ত্র ধরে নাবালিকার সঙ্গে 'কুকর্ম' ৫২-র প্রৌঢ়র, 'হাতেনাতে' ধরা পড়তেই গণধোলাই


গৃহবধূকে কীটনাশক খাইয়ে 'খুন', বিয়ের বছর খানেকেই মর্মান্তিক পরিণতি যুবতীর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)