ভাইরাসের আঁতুড়ঘর হতে পারে টাকা, করোনা আতঙ্কে অভিনব লেনদেন NKDA-র
শুধু প্রশাসনিক ক্ষেত্রে নয়, অন্যান্য ক্ষেত্রেও নিউটাউনে নগদহীন লেনদেনে জোর দেবে প্রশাসন।
নিজস্ব প্রতিবেদন : নগদ টাকা লেনদেনের মাধ্যমে করোনা সংক্রমণের সম্ভাবনা নিয়ে আগেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নোটে ৪৮ ঘণ্টারও বেশি করোনাভাইরাস বেঁচে থাকতে পারে বলেও দাবি বিশেষজ্ঞদের। তাই নগদ টাকার লেনদেনে নোটের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর ঝুঁকিকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। সেই দিকে নজর রেখেই স্পর্শহীন লেনদেনে (Contactless Payment) জোর দেওয়ার সিদ্ধান্ত নিল এনকেডিএ।
এনকেডিএ-এর নতুন নির্দেশনা অনুযায়ী এবার থেকে যে কোনও মাঠ, হল ইত্যাদি ভাড়া নিতে গেলে নেট ব্যাঙ্কিং বা ই-ওয়ালেটের ব্যবহার করতে হবে। শুধু তাই নয়, নিত্যনৈমিত্যিক কার্যাবলী, যেমন বিল্ডিং-এর প্ল্যানের অনুমোদনের মতো ক্ষেত্রেও ফিজ জমা দিতে হবে ক্যাশলেসভাবে।
তবে, শুধু প্রশাসনিক ক্ষেত্রে নয়, অন্যান্য ক্ষেত্রেও নিউটাউনে নগদহীন লেনদেনে জোর দেবে প্রশাসন। উদাহরণস্বরূপ, রিক্সা-টোটোচালকদের সারাদিন বহু মানুষ নগদ অর্থ দিয়ে থাকেন। এ ক্ষেত্রেও ই-ওয়ালেটের মাধ্যমে লেনদেনে উত্সাহিত করা হবে বলে জানা গিয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতিকে মাথায় রেখে নিউ টাউনের প্রায় ৮০ শতাংশ লেনদেনই স্পর্শহীন করার লক্ষ্য নিয়েছে প্রশাসন। শুধু তাই নয়, আসন্ন দুর্গাপুজোর আগে ১০০ শতাংশ কনট্যাক্টলেস পেমেন্টের দিকে এগনোর পরিকল্পনা এনকেডিএ-এর।
আরও পড়ুন : কোভিড হাসপাতালে কাজ বন্ধ করলেন শতাধিক ইন্টার্ন চিকিৎসক, অচলাবস্থা সাগরদত্ত মেডিক্যাল কলেজে