নিজস্ব প্রতিবেদন: আগেও বলেছিলেন। ফের বললেন। বিজেপিকে ভোট দিলে এলাকায় কোনও উন্নয়ণ হবে না। সাফ বলে দিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক, ফুলবাগান মেট্রোর উদ্বোধন করলেন রেলমন্ত্রী 


রবিবার বীরভূমের নলহাটি ১ নম্বর বুথের কর্মীসভায় যোগ দেন অনুব্রত। এদিন এক বুথকর্মী বলেন, এলাকায় কাজ হয়েছে কিন্তু ভোট পাওয়া যায়নি।


ওই কথা শুনে অনুব্রত মণ্ডল বলেন, কিছু দিলে কিছু পাবে-স্পষ্ট বলে দিন। আর ভোট না পেলে উন্নয়ণের কোনও প্রয়োজন নেই। কোনও কাজ করবেন না। কোনও দরকার নেই।


অনুব্রতর ওই মন্তব্যের পাল্টা দিয়েছেন বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপ্রসাদ মণ্ডল। তিনি বলেন, ২০২১ সালে এমনিতেই রাজ্যে বিজেপি থাকবে না। মানুষ ওদের তাড়িয়ে দেবে। বিজেপি মানুষের জন্য কাজ করবে।


আরও পড়ুন-'দলিতদের যন্ত্রণা বিজেপি ও তার নেতাদের শান্তিতে থাকতে দেবে না'


অনুব্রতর ওই মন্তব্যের জবাব দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও। রবিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে তিনি বলেন, যারা বলে ভোট  না দিলে উন্নয়ণ হবে না তাদের রাজনীতি করতে দেওয়া উচিত নয়। শুধু অনুব্রত মণ্ডলই  নয়, গোটা তৃণমূল দলটারই একই নীতি। আগামী নির্বাচনে এদের জবাব দেওয়া উচিত।