`কোনও কৃষক যেন বঞ্চিত না হন`, বন্যা আশঙ্কায় সেচ ব্যবস্থায় নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রী
কৃষকবন্ধু প্রকল্প থেকে যেন কোনও কৃষক বঞ্চিত না হন, সে বিষয়ে কড়া নজরদারি চালাতে বলেছেন মুখ্যমন্ত্রী। সমস্ত বখেয়া যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেওয়ার কথাও বলেছেন।
নিজস্ব প্রতিবেদন: জোর কদমে শুরু হয়ে গিয়েছে কৃষিকাজ। তাই এই ভরা বর্ষায় কৃষকদের পাশে দাঁড়িয়ে তাঁদের সবরকম সাহায্যের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মমতা। এদিন একাধিক বিষয়ে আলোচনার পাশাপাশি কৃষিক্ষেত্র নিয়েও নির্দেশ দিয়েছেন মমতা।
কৃষকবন্ধু প্রকল্প থেকে যেন কোনও কৃষক বঞ্চিত না হন, সে বিষয়ে কড়া নজরদারি চালাতে বলেছেন মুখ্যমন্ত্রী। সমস্ত বখেয়া যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেওয়ার কথাও বলেছেন। উল্লেখ্য, একের পর এক দুর্যোগের কারণে কৃষিজমিতে জল ঢুকে গিয়েছে, বেশিদিন জল জমে থাকলে শস্য পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। কাজেই ১০০ দিনের কাজের মাধ্যমে দ্রুত সেই জল নিকাশের ব্যবস্থা করার কথাও জানান মমতা।
আরও পড়ুন: মুখে 'বাংলার হিন্দু স্বার্থ', ফেসবুকে দাবি, 'CM-র পদে চাই তথাগত রায়কে'
পাশাপাশি তিনি বলেন, "অনেক পেঁয়াজ উৎপন্ন হচ্ছে, অবিলম্বে হিমঘর তৈরি করার ব্যবস্থা হোক। এদিন বার বার কৃষকদের সাহায্যের কথা বলেছেন তিনি। পাশাপাশি কীষাণ ক্রেডিট কার্ডের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।