শিকল বাঁধা পা টেনে টেনে হাঁটছে রাস্তায়, চোখ ফিরিয়ে থাকল শহরবাসী
একজন মানসিক ভারসাম্যহীনকে এভাবে উদভ্রান্তের মত ঘুরতে দেখেও কেন দেখল না শহরবাসী?
নিজস্ব প্রতিবেদন : পায়ে শিকল। কোনওরকমে দুপা টেনে টেনে হাঁটছেন একজন মানুষ। খালি গা, কার্যত খালি পা ও ভুখা পেটে কাঁথি শহরে উদভ্রান্তের মতো ঘুরে বেড়ালেও হুঁশ নেই কারোর। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে চোখে পড়ল এমনই অমানবিক দৃশ্য। মানবিকতা কি হারাতে বসেছে মানুষ? এই ঘটনা সামনে আসার পর ফের নতুন করে উঠছে সেই প্রশ্ন।
আরও পড়ুন, মহার্ঘভাতার অধিকার আইনি অধিকার : হাইকোর্ট
দু পায়ে শিকল বাঁধা। লোহার শিকল আর তালা খোলার জো নেই ওঁর। তাই পা টেনে টেনে হাঁটতে হচ্ছে। পায়ে ছেঁড়া ফাটা চটি। গায়েও জামা নেই। উদভ্রান্ত ভবঘুরেকে গতকয়েকদিন ধরে এভাবেই দেখছেন পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের পথ চলতি মানুষ। বলা ভালো দেখছেন না। এড়িয়ে যাচ্ছেন।
আরও পড়ুন, মোবাইলের স্ত্রিন ভরে উঠল 'রক্তে'! ভয়ঙ্কর গ্র্যানির খপ্পরে ৩ ছাত্র
কে এই ভবঘুরে? উত্তর নেই। ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেও কোনও উত্তর পাওয়া যায়নি। শেষপর্যন্ত কয়েকজন সমাজকর্মী উদ্ধারকাজে এগিয়ে আসেন। ভবঘুরেকে উদ্ধার করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন, মধ্যযুগীয় বর্বরতা! ডাইন অপবাদে খুনের হুমকি
তারপরই তাঁকে খেতে দেওয়া হয়। খাবার দেখে চোখের কোণাটা যেন চিকচিক করে ওঠে ওই ব্যক্তি। হয়তো দীর্ঘদিন পরই পেটে খাবার জুটছে। তাই সেই তৃপ্তির আনন্দ-ই জানান দিল চোখের কোণার জল। কিন্তু একজন মানসিক ভারসাম্যহীনকে এভাবে উদভ্রান্তের মত ঘুরতে দেখেও কেন দেখল না শহরবাসী? উঠছে প্রশ্ন। কিন্তু জবাব দেওয়ার কেউ নেই।