নিজস্ব প্রতিবেদন : হাওড়ায় আর কোনও শ্রমিক স্পেশাল আসবে না। পরিযায়ী শ্রমিকদের নিয়ে আর হাওড়ায় ট্রেন আসতে দিতে চাইছে না রাজ্য। আজ রেলকে দেওয়া এক চিঠিতে একথা স্পষ্ট করে জানিয়ে দিল নবান্ন।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেলকে দেওয়া এক চিঠিতে রাজ্যের তরফে বলা হয়েছে, মহারাষ্ট্র থেকে আসা ট্রেন খড়গপুর, ডানকুনি, বর্ধমান, রামপুরহাট, মালদা হয়ে এনজেপি যাবে। দক্ষিণ ভারত থেকে আসা ট্রেনও এই একই রুটে যাবে। আর উত্তর ভারত থেকে আসা ট্রেনও আসানসোল, দুর্গাপুর, রামপুরহাট হয়ে এনজেপির দিকে যাবে। চিঠিতে স্পষ্ট উল্লেখ, বাইরের রাজ্য থেকে আসা কোনও শ্রমিক স্পেশাল ট্রেন আপাতত আর হাওড়ায় আনতে চাইছে না রাজ্য। এরফলে আগামীদিনে হাওড়ায় আর কোনও শ্রমিক স্পেশাল ঢুকবে না, এমনটাই বলা যায়। 


প্রসঙ্গত, আজ সন্ধ্যা ৭টা নাগাদ হাওড়া স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্মে মোট ১৬০০ যাত্রীকে নিয়ে এসে পৌঁছয় মুম্বই- হাওড়া শ্রমিক স্পেশাল। স্টেশনেই পরিযায়ী শ্রমিকদের স্বাস্থপরীক্ষার সব রকম ব্যবস্থা করেছিল রাজ্য। স্বাস্থ্যপরীক্ষার পর তাঁদের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়।


উল্লেখ্য, পশ্চিমবঙ্গে প্রথমে মোট ৩০টি ট্রেন পাঠানোর কথা জানিয়েছিল মহারাষ্ট্র সরকার। আমফান পরবর্তী পরিস্থিতিতে আপত্তি করে রাজ্য। দীর্ঘ টানাপোড়েনের পর শেষে মহারাষ্ট্র সরকার পশ্চিমবঙ্গের ২৪টি ট্রেন বাতিল করে। 


আরও পড়ুন, "না জানিয়েই ট্রেন পাঠাচ্ছে", ক্যাবিনেট সচিব বৈঠকে রেল নিয়ে ক্ষোভপ্রকাশ রাজ্যের