নিজস্ব প্রতিবেদন:  'মিটার রিডিং নেওয়ার জন্য বিদ্যুত্ দফতরে লোক নেওয়া হচ্ছে।' সম্প্রতি দুই মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ঘোরাফেরা করতে থাকে। তাতে এই ভুয়ো তথ্য প্রচার করা হয়।
তা দেখে চাকরির আবেদনপত্র নিয়ে রাজ্য বিদ্যুত্ দফতরে যোগাযোগ করেন বহু মানুষ। প্রথমে বিদ্যুত্ দফতরের কাছেও বিষয়টা স্পষ্ট ছিল না। পরে ভিডিয়োটি হাতে আসার পরই নড়েচড়ে বসে বিদ্যুত্ দফতর।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লকডাউনে এমনিতেই অনেক মানুষ কাজ হারিয়েছেন। তারমধ্যে এমন ভিডিয়ো সহজেই মানুষ বিশ্বাস করতে শুরু করে।
বৃহস্পতিবার দফতরের মন্ত্রী শোভন দেব স্পষ্ট করে জানিয়ে দেন, "এই মুহূর্তে রাজ্য বিদ্যুত্ দফতরে কোনও লোক নেওয়া হচ্ছে না। কোনও শূন্যস্থান পদ নেই।"

পাশাপাশি রাজ্যে আমফান পরবর্তী পরিস্থিতিতে বিদ্যুত্ পরিষেবা নিয়েও একটি পরিসংখ্যান দেন মন্ত্রী। তিনি বলেন, "আমফানের পর যা সমস্যা হয়েছিল সেটা সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। সামান্য বাকি আছে। মৌসনি দ্বীপ ও জি ব্লক ছাড়া  ৮৯.০৯ লক্ষ সকলেই বিদ্যুৎ পেয়েছেন। মৌসনির কাজ পয়লা জুলাইয়ের মধ্যেই শেষ হয়ে যাবে। ৯৯.৯ শতাংশ কাজ হয়েছে।"

এদিন একটি গুরুত্বপূর্ণ তথ্যও দেন মন্ত্রী। জানান, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে সতর্ক করা হয়েছিল রাজ্য বিদ্যুত্ দফতরকে। বলা হয়েছিল, চিনের তরফে সাইবার হ্যাকিং করা হতে পারে। কেন্দ্রের তরফে এই সতর্কবার্তা পাওয়ার পরই নড়েচড়ে বসে বিদ্যুত্ দফতর। আরও জোরদার করা হয় নিরাপত্তা। দফতরের  কর্মীদেরও সচেতন করা হয়।

 ncob2019@gov.in. ঠিক এরকমই আইডি থেকে আসতে পারে মেল। লেখা থাকতে পারে বিনামূল্য করোনা পরীক্ষা করা হচ্ছে। কিন্তু এই মেল ক্লিক করতেই হ্যাক হয়ে যেতে পারে আপনার সিস্টেম, তথ্য চুরি নিতে পারে চিন! বিদ্যুত্ দফতর নিরাপত্তা জোরদার করেছে বলে আশ্বাস দেন মন্ত্রী।