ওয়েব ডেস্ক : রেল বিচ্ছিন্নই থাকছে উত্তরবঙ্গ। ২৮ অগাস্ট পর্যন্ত শিলিগুড়িতে ট্রেন যাবে না। জানিয়ে দিয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেল। কী পরিস্থিতি রেলট্র্যাকের?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অতিবৃষ্টিতে বিপর্যস্ত রেলট্র্যাক। লাইনের তলা দিয়ে ধুয়ে গেছে পাথর। এই পরিস্থিতি ট্রেন চলাচলের উপযুক্ত নয়। লাইন ধরে এগোতেই চোখে পড়ে শিউড়ে ওঠার মতো দৃশ্য। তিরিশটি স্লিপার ঝুলছে। তলা দিয়ে বয়ে যাচ্ছে আত্রেয়ী নদী। ৬০ ফুট রেললাইন ঝুলন্ত সেতুর মতো ভেসে রয়েছে। কালভার্ট বুজে যাওয়ায়, নদী খুঁজে নিয়েছে তার নিজের পথ।


নদী শান্ত হলে লাইন মেরামতি হবে। তারপর ট্রেন চলবে। সেদিন কবে আসবে তা কেউ জানেন না... 


আরও পড়ুন, মালদায় বন্যা পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে