মনোজ মন্ডল: দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে অভিযোগ জানাতে এসে জুটল চড়। খাদ্যমন্ত্রীর সামনেই স্থানীয় বাসিন্দাকে চড় তৃণমূলকর্মীর। উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের ঘটনায় তুমুল বিতর্ক। খোদ রাজ্যের মন্ত্রীর সামনেই এই ঘটনায় বিতর্ক তুঙ্গে। ঘটনার পরেই পরিস্থিতি সামাল দেওয়ার যারপরনাই চেষ্টা করেন মন্ত্রী নিজেও।আক্রান্তের কাছে ক্ষমা চেয়ে নেন খাদ্যমন্ত্রী। দুঃখপ্রকাশও করছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Sayantika Banerjee: 'চোখ তুলে তাকানোর আগে ৫ বার ভাববে, বিষদাঁত উপড়ে ফেলে...!' বিস্ফোরক সায়ন্তিকা


 'দিদির সুরক্ষা কবচ'-এ অভিযোগ জানাতে এসে মন্ত্রী রথীন ঘোষের সামনেই আক্রান্ত হতে হল স্থানীয় এক বাসিন্দাকে। অভিযোগের তীর শাসকদলের বিরুদ্ধে। আক্রান্ত সাগর বিশ্বাসকে মন্ত্রীর সামনেই রীতিমতো চড় মেরে ধাক্কা দিতে দিতে বের করে নিয়ে যাওয়া হয়।  শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকায়। এমনকী সংবাদমাধ্যমের সামনে আক্রান্ত যুবক যাতে মুখ খুলতে না পারে,তারও ব্যবস্থা করার আপ্রাণ চেষ্টা করেন তৃণমূল কর্মীরা।


যদিও পরে তিনি সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন। প্রথমে বিষয়টি সংবাদ মাধ্যমের থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে আক্রান্ত যুবকের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। উল্লেখ্য, দত্তপুকুরে ‘দিদির দূত’ কর্মসূচিতে যান মন্ত্রী রথীন ঘোষ। সাধারণ মানুষের কাছে সমস্যার কথা শুনছিলেন তিনি। এরপর এলাকার স্থানীয় এক বাসিন্দা নিজের অভাব-অভিযোগ জানাতে এসেছিলেন। ঠিক সেই সময় আচমকা চড় মারেন ওই তৃণমূল কর্মী, এমনটাই অভিযোগ।


যদিও, প্রথমে তৃণমূল কংগ্রেসের পক্ষে গোটা অভিযোগ অস্বীকার করা হচ্ছিল। পরে ঘটনার ছবি সামনে আসতেই খাদ্যমন্ত্রী রথীন ঘোষ আক্রান্ত ব্যক্তিকে আলাদা করে ডাকেন। যদিও খাদ্য়মন্ত্রীর দাবি, 'আমাদের দলের কোনও কর্মী চড় মারেনি। খেলার মাঠ নিয়ে গন্ডগোল। সেটায় রাজনৈতিক রং লাগছে। তবে কে চড় মারল তা খুঁদে বের করে আমরা ব্য়বস্থা নিচ্ছি।'



আরও পড়ুন, Hottest Makar Sankranti 2023: ৩০ বছরে উষ্ণতম মকর সংক্রান্তি, ফিরবে কি শীত?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)