রণজয় সিংহ: ব্যান্ডেল-শক্তিগড়(Bandel-Shaktigarh) শাখায়, থার্ড লাইন সম্প্রসারণের কাজের জন্য আগামী ২৬ থেকে ৩০ মে পর্যন্ত মালদহ ডিভিশনের(Malda Division) একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করল পূর্ব রেল(Train Cancelled))। ব্যান্ডেলের ওপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেন বন্ধ থাকবে। শুধু বাতিল করা নয়, ওই রুটের একাধিক ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে বলে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়। এই মুহূর্তে শিয়ালদহ(Sealdah Station), হাওড়া(Howrah Station), কলকাতা স্টেশন(Kolkata Station) থেকে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের দিকে একাধিক ট্রেনের রুট এটি(North Bengal Bound Trains Cancelled)। ফলে, রুট বদল ও ট্রেন বাতিলের জেরে সমস্যায় পড়তে হচ্ছে বহু যাত্রীকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ট্রেনের যাত্রায় প্রভাব পড়েছে এই কাজের জন্য


  • ১৩০১১/১৩০১২ মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (২৮ থেকে ৩১ মে পর্যন্ত)

  • ১৩০৫৩/১৩০৫৪ হাওড়া-রাধীকাপুর কুলিক এক্সপ্রেস (২৭ থেকে ৩১ মে পর্যন্ত)

  • ১৩০৬৩/১৩০৬৪ হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে পর্যন্ত)

  • ১৩১৪১/১৩১৪২ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা-তোর্সা এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে পর্যন্ত)

  • ১৩১৪৫/১৩১৪৬ কলকাতা-রাধীকাপুর এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে পর্যন্ত)

  • ১৫৯৬০ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (২৫, ২৭ ও ২৮ মে)

  • ১৫৯৫৯ হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (২৮ ও ২৯ মে)

  • ১৫৯৬১ হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস (২৭ ও ৩০ মে)

  • ১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (২৬ মে)

  • ১৩১৬৩/১৩১৬৪ শিয়ালদহ-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস (২৭, ২৮ এবং ২৯ মে)

  • ১৩১৬৯/১৩১৭০ শিয়ালদহ-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস (২৬ এবং ২৭ মে)

  • ১৫৭২২/১৫৭২১ নিউ জলপাইগুড়ি-দিঘা এক্সপ্রেস (২৭ এবং ২৮ মে)

  • ১৩৪৬৬/১৩৪৬৫ মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে)

  • ১৫৬৪৪/১৫৬৪৩ কামাখ্যা-পুরী এক্সপ্রেস (২৬ এবং ২৮ মে)

  • ১৩০৩৩/১৩০৩৪ হাওড়া-কাটিহার এক্সপ্রেস (২৭ থেকে ৩০ মে)

  • ১৩১৫৯/১৩১৬০ কলকাতা-যোগবাণী এক্সপ্রেস (২৭ এবং ২৮ মে)

  • ১৩১৫৩/১৩১৫৪ শিয়ালদহ-মালদা টাউন গৌড় এক্সপ্রেস (২৬ থেকে ৩০ মে)

  • ০৩১০১/০৩১০২ শিয়ালদহ-কামাখ্যা সামার স্পেশাল (২৭ এবং ২৮ মে)

  • ০৫৭৫৪/০৫৭৫৩ নিউ জলপাইগুড়ি-কলকাতা স্পেশাল (২৭ মে)

  • ০২৫১৮/০২৫১৭ গুয়াহাটি-কলকাতা স্পেশাল (২৮ এবং ২৯ মে)

  • ০৩১২৯/০৩১৩০ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ সামার স্পেশাল (২৬ এবং ২৭ মে)


আরও পড়ুন- Jamai Shasthi 2022: সামনেই জামাইষষ্ঠী, তার আগে জেনে নিন এ বছরে পার্বণের তারিখ, তিথি


আরও পড়ুন- Post Office: পোস্ট অফিসের গ্রাহকদের জন্য বড় সুযোগ! আরও আধুনিক পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)