ওয়েব ডেস্ক : পুজোর মুখে সুখবর। আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে চালু হতে চলেছে দার্জিলিং মেল, পদাতিক সহ উত্তরের সমস্ত ট্রেন। আপ লাইনের পর আঝরেইল সেতুর ডাউন লাইনকেও ফিটনেস সার্টিফিকেট দিয়েছে রেল। তাই আবার উত্তরে ছুটবে কু-ঝিকঝিক। আশার আলো দেখছেন ভ্রমণপিপাসুরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুজোর ছুটি মানেই যেখানে বেরিয়ে পড়া, সেখানে উত্তরের থেকে মুখ ফিরিয়ে থাকা বরাবরই কষ্টের। কিন্তু উপায় ছিল না। প্রায় এক মাস আগে প্রচণ্ড জলের তোড়ে সুধানী ও টিল্টার মাঝে ১৩৩ নম্বর ব্রিজের তলা থেকে মাটি ধসে যায়। ফলে আপ ও ডাউন লাইন ঝুলতে থাকে। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। গোটা দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারত।


রেল ও সেনার যৌথ প্রচেষ্টায় সপ্তাহ দেড়েক আগে আপ লাইন চালু হয়। আপ লাইন ঠিক হওয়ার পর স্পিড বেঁধে দিয়ে দুটি ট্রেন চালানো হচ্ছিল। শনিবার ফিট সার্টিফিকেট পেল ডাউন লাইনও। লাইনের নিচে যেখান থেকে মাটি সরে গিয়েছে, তার নিচে লোহার খাঁচার সাপোর্ট দিয়ে ট্রেন চালানো হবে। ডাউন লাইনে স্পিড বেঁধে দেওয়া হয়েছে ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা।


আরও পড়ুন, বাজারে 'চকচক করা আপেল'-এর সঙ্গে কী 'ভয়ঙ্কর' জিনিস আপনি খাচ্ছেন, জানেন?