শ্রীকান্ত ঠাকুর: প্রাথমিক স্কুলের  ছাত্রীকে দিয়ে জুতা পরিষ্কার করানোর অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার সকালে লস্করপুর প্রাথমিক বিদ্যালয় ঘেরাও করে ক্ষোভ ফেটে পড়ল অভিভাবকরা৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিদ্যালয় পরিদর্শক করণের প্রতিনিধি, পুলিশ ও পঞ্চায়েত সদস্য। ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার দাবি করে সুব্যবস্থার আবেদন করে বিক্ষোভকারীরা। ঘটনাটি নিয়ে পদক্ষেপ করা হবে আশ্বাস দেন আধিকারিকেরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার বিকেলে লস্করপুর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার জুতায় চতুর্থ শ্রেণির এক ছাত্রী স্কুলে আসার পথে নিজের পায়ে নোংরা লাগিয়ে ফেলে এবং স্কুলে এসে স্কুল শিক্ষিকার জুতায় সেই নোংরা লাগিয়ে ফেলে। এতে ছাত্রী নিজের জুতা পরিস্কার করতে গেলে শিক্ষিকা তার জুতাও ধুয়ে দেবার অনুরোধ করে। আর এতেই ছাত্রীর পরিবার  ওই ছাত্রীকে দিয়ে শিক্ষিকা জুতা পরিষ্কার করিয়ে নেন বলে অভিযোগ তুলেছে । জুতা পরিস্কার করে দিতে বলেছেন শিক্ষিকা এই কথা ছাত্রী বাড়িতে গিয়ে বলতেই  শোরগোল পড়ে যায় এলাকায়। শনিবার সকালে স্কুল শুরু হতেই অভিভাবকরা সমবেত হয়ে ওই স্কুল ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। ঘটনায় ওই শিক্ষিকার সঙ্গে বাকবিতন্ডায় জড়ায় অভিভাবকরা।


এদিকে ঘটনার খবর পেয়ে পৌঁছায় হিলি থানার পুলিশ ও হিলি স্কুল পরিদর্শকের প্রতিনিধিরা। প্রশাসনিক আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়ে স্কুলের পঠনপাঠন শুরু হয়। অভিভাবকরা ওই ঘটনা ও স্কুলের সুব্যবস্থার দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে। অবশ্য অভিযুক্ত স্কুল শিক্ষিকা এই ঘটনার সম্পূর্ণ অস্বীকার করে বলেছেন ছাত্রীর পায়ে লেগে থাকা নোংরা অসাবধানতাবশত আমার জুতোতেও লেগে যায়। তার জুতো যখন ধুতে যাচ্ছিল তখন আমি বলেছিলাম আমার জুতো তুই পরিষ্কার করে দিস এবং সেটা আমি অনুরোধ করেছিলাম তাকে দিয়ে জুতো ধুয়ে নিয়েছি এই অভিযোগ ভিত্তিহীন।


আরও পড়ুন, Barrackpore: হাড়হিম! মেয়েকে মেরে পাশে দাঁড়িয়ে মা, বিছানায় পড়ে দেহ...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)