নিজস্ব প্রতিবেদন: ইলিশ মাছ নিয়ে দিলীপ ঘোষের কটাক্ষের মজার ছলে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভার বাদল অধিবেশন এই নিয়ে কিছুক্ষণের জন্য জমে ওঠে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন মুখ্যমন্ত্রীকে দিলীপবাবু নালিশ করেন, গত বছর বিধানসভায় ইলিশমাছ বিলি করা হয়েছিল। কিন্তু অনেক বিধায়কই সেই মাছ পাননি। এবার বিষয়টির দিকে খেয়াল রাখতে অনুরোধ করেন দিলীপবাবু। সঙ্গে তিনি জানতে চান, অন্ধ্র প্রদেশ থেকে মাছ উত্পাদনের ব্যাপারে কী শিখছে পশ্চিমবঙ্গ। 


দিলীপবাবুর প্রশ্ন ছিল, গত ১০ বছরে মাছের উত্পাদন ২০ শতাংশ বাড়িয়েছে পশ্চিমবঙ্গ। সেই সময়ে ১৩৩ শতাংশ মাছ উত্পাদন বাড়িয়েছে অন্ধ্র প্রদেশ। দিলীপবাবুর পরামর্শ, পশ্চিমবঙ্গের মত্স্য আধিকারিকদের উচিত অন্ধ্র প্রদেশ পরিদর্শন করে আসা। 


বেজিংয়ে মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ, ধোঁয়ায় ঢাকল এলাকা


জবাবে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় মাছের চাহিদা বেশি। অন্ধ্র প্রদেশে মাছ উত্পাদন হলেও সেখানকার মানুষ মাছ খান না। সেখানকার মানুষ ইডলি - ধোসা খায়। এর পর দিলীপ ঘোষকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা তো মাছ-মাংস খান না। ওদিকে গরু উপহার দেন। প্রধানমন্ত্রী গরু উপহার দিয়েছেন। এবার থেকে মনে হচ্ছে বিয়ে বাড়িতে গরু উপহার দিতে হবে। প্রথম গরুটা আপনাকেই দেব। 


মুখ্যমন্ত্রীর জবাব শুনে বসে পড়েন দিলীপবাবু।