নিজস্ব প্রতিবেদন:  চলছে বিজেপির নবান্ন অভিযান। পুলিশ কঠিন পাহারায় ঘিরে রেখেছে নবান্ন। কোনও পথ দিয়েই নবান্নে পৌঁছনো যাচ্ছে না। সর্বত্রই ত্রিস্তরীয় ব্যারিকেড। প্রতিটি মুখেই বিভিন্ন দল নিয়ে পৌঁছে গিয়েছেন বিজেপি নেতৃত্ব, বিজেপি কর্মীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লকেট চট্টোপাধ্যায় হেস্টিংস মোড়ে রয়েছেন। তিনি আছেন কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে। সেখানে সাংবাদিকেরা তাঁকে তাঁদের অভিযান এবং সরকারের প্রতিরোধ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, 'এতটা আমরা এসে পৌঁছেছি। বাকি ছ'মাসে আমরা নবান্ন পর্যন্ত পৌঁছে যাব। নবান্নে ঢুকে পড়ব এবং তখন আমরাই ওখানে স্যানিটাইজ করব।'


হাওড়ার যে-পথ দিয়ে বিজেপি এগিয়ে যাচ্ছিল সেখানে বিজেপির অভিযানের নেতৃত্বে ছিলেন তেজস্বী সূর্য এবং সৌমিত্র খাঁ। বিজেপির সেই মিছিলে আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে। তা বাজেয়াপ্তও হয়েছে। অভিযুক্ত গ্রেফতার হয়েছে। তা নিয়েও বিতর্ক শুরু হয়েছে। পুলিস বলছে এই অস্ত্র বিজেপি এনেছে। সেই প্রসঙ্গে লকেটকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'পুলিশই তেজস্বীকে টার্গেট করে বিজেপির মিছিলে আগ্নেয়াস্ত্র-সহ লোক ঢুকিয়েছে।'  


আরও পড়ুন: রঙ শুধু দিয়েই গেলে! বিজেপি কিন্তু রাজ্য সরকারের ভবিষ্যৎ ফ্যাকাশেই দেখছে!