জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:বৃহস্পতিবার থেকে হাওড়া –বর্ধমান শাখায় বাতিল একাধিক ট্রেন,শুধু তাই নয় ঘুরপথে চলবে বেশ কয়েকটি ট্রেন। শক্তিগড় এবং রসুলপুরের মাঝে ইন্টারলকিংয়ের কাজ চলার জন্যই বাতিল হয়েছে ওইসব ট্রেনগুলি। এমনই ঘোষণা দক্ষিণপূর্ব রেলের। স্বাভাবিকভাবেই বাড়বে যাত্রীদুর্ভোগ। বিশেষত সমস্যায় পড়বেন অফিসযাত্রীরা। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই শক্তিগড় এবং রসুলপুরের মাঝে থার্ড লাইনের কাজ চলায় দেরিতে চলছিল বেশকিছু লোকাল এবং এক্সপ্রেস ট্রেন। তা নিয়ে নিত্যযাত্রীদের মধ্যে বাড়ছিল ক্ষোভ। বেশ কিছুদিন আগেই সময়ে ট্রেন চালানোর দাবি নিয়ে হাওড়া-বর্ধমান মেইন লাইনের একাধিক স্টেশনে অবরোধ শুরু করেন তাঁরা। পাণ্ডুয়া, খন্যান, তালাণ্ডুর মতো স্টেশন ছিল সেই তালিকায়। এমনকি ট্রেন আটকে পাথর ছুঁড়েছিলেন নিত্যযাত্রীরা। এমনও অভিযোগ উঠেছিল। একাধিক স্টেশনে যাত্রীবিক্ষোভের পরে হাওড়া-বর্ধমান শাখায় যাত্রীদের দুর্ভোগ কমাতে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় দক্ষিন-পূর্ব রেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Asansol Suicide: ছেলেকে নিয়ে মর্নিং ওয়াকে গিয়ে নিখোঁজ, মর্মান্তিক পরিণতি মা ও সন্তানের


উল্লেখ্য, গত ৩-১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করা হয় হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড শাখার একাধিক ট্রেন। যাত্রীদের ক্ষোভের আগুন বাড়তেই স্পেশাল ট্রেন চালিয়ে সেই ক্ষতে প্রলেপ লাগাতে চেয়েচিল রেল কর্তৃপক্ষ। কিন্তু এরইমধ্যে দক্ষিন পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর-১৬ সেপ্টেম্বর সম্পূর্ণভাবে বন্ধ থাকবে হাওড়া-বর্ধমান শাখার ট্রেন চলাচল। বিশ্বভারতী, ময়ূরাক্ষী, কবিগুরু, শান্তিনিকেতন এক্সপ্রেসের মত ট্রেনগুলি থাকছে বাতিলের তালিকায়। তাছাড়াও দুন এক্সপ্রেস, এবং হাওড়া-গয়া এক্সপ্রেসের মতো বেশকিছু ট্রেনকে চালানো হবে ঘুরপথে। দক্ষিন-পূর্ব রেলসূত্রে জানানো হয়েছে প্রায় ৫৪টি এক্সপ্রেস ট্রেনকে ঘুরপথে চালানো হবে। বালুরঘাট- হলদিবাড়ি এক্সপ্রেসও চলবে ঘুরপথে।


হাওড়া-বর্ধমানের মতো গুরুত্বপূর্ণ শাখায় ট্রেন বাতিলের ফলে পরিবহণ ব্যবস্থা যে বড়সড় ধাক্কা খাবে তা আর বলার অপেক্ষা রাখে না। এরই সঙ্গে দক্ষিণ-পূর্ব রেল আরও জানিয়েছে অনেকগুলি লোকাল ট্রেন চালানো হবে শুধুমাত্র হাওড়া-মেমারির মধ্যে। হাওড়া থেকে মেমারি পর্যন্ত ১৬টি আপ এবং ১৭টি ডাউন ট্রেন চলবে ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর। অন্যদিকে কর্ড লাইনে মসাগ্রাম পর্যন্ত চলবে প্রায় ১৬টি আপ এবং ডাউন ট্রেন। দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিক জানাচ্ছেন তাঁরা যতটা সম্ভব যাত্রীস্বাচ্ছন্দ্যকে গুরুত্ত্ব দিয়েই ট্রেন চালানোর পরিকল্পনা করেছেন। ১৬ সেপ্টেম্বরের মধ্যে থার্ড লাইনের কাজ শেষ করার চেষ্টা চলছে। একান্তই তা সম্ভব না হলেও ১৭ সেপ্টেম্বর থেকে যাত্রীরা স্বাভাবিক পরিষেবা পাবেন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)