নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্যে আজ শনিবার ও ২৯ জুলাই 
অর্থাত্ বুধবার সম্পূর্ণ লকডাউন। এরকম এক পরিস্থিতিতে বেশকিছু ট্রেন বাতিল ও সময়সূচি পরিবর্তন করল রেল।  কোথাও কোথাও আংশিক বাতিলও কার হয়েছে কিছু ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-তলানিতে তেল আমদানি, গত ৯ বছরে এমন দুর্দিন দেখেনি ভারত


সম্পূর্ণ বাতিল


কলকাতা-ভুবনেশ্বর-কলকাতা দুরন্ত এক্সপ্রেস ২৭ তারিখ শিয়ালদহ ও ২৮ জুলাই ভুবনেশ্বর থেকে ছাড়ার কথা ছিল। বাতিল করা হয়েছে ট্রেনটি।


ভুবনেশ্বর-হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল ২৯ জুলাই যাত্রা করার কথা ছিল।  বাতিল করা হয়েছে ট্রেনটি।


যশবন্তপুর-হাওড়া-যশবন্তপুর দুরন্ত স্পেশাল ২৮ তারিখ যশবন্তপুর থেকে ও ২৯ জুলাই হাওড়া থেকে যাত্রা করার কথা ছিল। তা বাতিল করা হয়েছে।


শালিমার-পাটনা-শালিমার দুরন্ত স্পেশাল ছাড়ার কথা ছিল পাটনা থেকে ২৮ জুলাই ও শালিমার থেকে ২৯ জুলাই। ওই ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে।


যাত্রা মাঝপথে বাতিল


হাওড়া-সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশাল ট্রেন ভুবনেশ্বর থেকে হাওড়া পর্যন্ত ২৯ জুলাই বাতিল।


সেকেন্দ্রাবাদ থেকে ২৮ জুলাইয়ের সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশাল আসবে ভূবনেশ্বর পর্যন্ত।


হাওড়া থেকে ২৯ জুলাইয়ের হাওড়া-সেকেন্দ্রাবাদ স্পেশাল হাওড়া থেকে ভূবনেশ্বর পর্যন্ত বাতিল। ট্রেনটি সেকেন্দ্রবাদের উদ্দেশ্য ছাড়বে ভূবনেশ্বর থেকে।


আরও পড়ুন-নিউটাউনে শুরু হল বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা, কোন পদ্ধতিতে আবেদন, জানুন


যেসব স্টেশনে এইসব ট্রেন থামবে না


ভুবনেশ্বর-নয়া দিল্লি স্পেশাল ২৯ জুলাই পুরুলিয়া স্টেশনে থামবে না।


২৯ জুলাই ভুবনেশ্বর-নয়া দিল্লি এসি স্পেশাল হিজলি স্টেশনে থামবে না।


সময়সূচি বদল


হাওড়া-মুম্বই স্পেশাল ২৯ জুলাই সন্ধ্যে আটটার পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে।