ওয়েব ডেস্ক : গতকালের পর আজও আন্দোলনে মেদিনীপুর মেডিক্যাল কলেজের নার্সরা। আন্দোলনে যোগ দিয়েছেন নার্সেস ইউনিটের রাজ্য সম্পাদিকা পার্বতী পাল। মেডিক্যাল কলেজের নার্সিং সুপারের অফিসে অবস্থান-বিক্ষোভে বসেন তারা। তাদের দাবি, চিকিত্সায় গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে নার্সের। অভিযুক্ত চিকিত্সকদের সাসপেন্ডের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি গতরাতের পুলিসি অভিযান এবং দেহ নিয়ে যেতে কেন বাধা দেওয়া হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নার্সের মৃত্যু নিয়ে বেশকিছু প্রশ্নও তুলেছেন পার্বতী পাল। ভোর সাড়ে পাচটায় মৃত্যু হলেও কেন বিকেল তিনটে বেয়াল্লিশে ডেথ সার্টিফিকেট দেওয়া হল? কেন পোস্টমর্টেম করতে রাজি নাহওয়ায় মৃত নার্সের স্বামী এবং অন্য নার্সদের গ্রেফতারের হুমকি দিল পুলিস? পরে দেহ নিতে বাধা দেয় পুলিস। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি।


আরও পড়ুন, নকল আটকাতে বাংলার সোনার গয়নায় GI সার্টিফিকেটের জন্য আবেদন রাজ্যের