নিজস্ব প্রতিবেদন: যুবক ও যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মালদহের রাতুয়া থানার নাজিরপুর আটগামা গ্রামে। এলাকার আমবাগানের একটি গাছের একই ডাল ওই যুগলের ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


গ্রামবাসীরা জানান, বিজয় নামে মৃত যুবক ভিন রাজ্যে শ্রমিকের কাজ করত। কিছুদিন আগেই বাড়িতে ফিরেছে। মৃত মালা ওই গ্রামেরই মেয়ে। দুজনের বন্ধুত্বের সম্পর্ক ছিল। সম্প্রতি  মালার পরিবার তাঁর অনত্র বিয়ে ঠিক  করে। মানানো চেষ্টা করলেও বিজয়ের সঙ্গে বিয়ে দিতে অস্বীকার করে মালার পরিবার। এরপরই তদের মৃতদেহ উদ্ধার করে পুলিস।


আরও পড়ুন: বড়দিনের রাতে থাকছে ঠান্ডা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে


এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান প্রণয়ঘটিত কারণে যুগলবন্দির আত্মহত্যা। দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।