নিজস্ব প্রতিবেদন: " ভয় নয় পাশে আছি " এই স্লোগান সামনে রেখে এলাকায় করোনা মোকাবিলায় পথে নামল খড়দা পুরসভা । উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রামণ নিয়ে প্রশাসনের কপালে ভাঁজ পড়েছে। ইতিমধ্যে জেলাশাসক পুরো জেলা  লকডাউন করার জন্য নবান্নে প্রস্তাব পাঠিয়েছেন ।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই অবস্থায় আগাম সতর্কতা নিয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করার উদ্যোগ নিল খড়দা পুরসভা । পরিসংখ্যান বলছে এখন অধিকাংশ মানুষ উপসর্গহীন করোনা ভাইরাস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন । তাই খড়দা পুরসভা সমস্ত এলাকায় সাধারন মানুষের মধ্যে  করোনা উপসর্গ আছে কিনা তা জানার জন্য  ১০ টি কিয়স্ক বা করোনা পর্যবেক্ষণ কেন্দ্র চালু করল । খড়দা পুরসভার সবচেয়ে জনবহুল এলাকায় এই পর্যবেক্ষণ কেন্দ্রগুলি করা হয়েছে ।


**  কি কাজ পর্যবেক্ষণ কেন্দ্রের ---
এই করোনা পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা থাকবেন । তারা করোনার প্রাথমিক উপসর্গগুলো পরীক্ষা করে দেখবেন । যেমন
শরীরের  তাপমাত্রা মাপা, শরীরে অক্সিজেন মাত্রা ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখা হবে । সেইসঙ্গে শরীরের মধ্যে অন্য কোন সমস্যা আছে কিনা তাও পরীক্ষা করে দেখা হবে । পাশাপাশি কি ধরণের মাস্ক পড়া উচিত এবং স্যানিটাইজার ব্যবহার করা পদ্ধতি দেখানো হবে ।
 


এই পর্যবেক্ষণে যদি কোন ব্যক্তির মধ্যে নূন্যতম উপসর্গ থাকে সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসার দ্রুত ব্যবস্থা করবে খড়দা পুরসভা। এখানেই শেষ নয় , খড়দহ পুরসভার মুখ্য প্রশাসক কাজল সিনহা জানান, " করোনা এখন সাধারণ মানুষের কাজে আতঙ্ক । কিন্তু ভয় নয় , ঠিকমত আগাম সতর্কতা নিলে করোনা প্রতিরোধ সম্ভব । তাই  এলাকার নাগরিকদের জন্য অনলাইন এবং বিভিন্ন সোশ্যাল  মিডিয়ার মাধ্যমে  নামী মনোবিদদের দিয়ে করোনা  আতঙ্ক কাটাতে কাউন্সিলিং এর ব্যবস্থা থাকছে ।

" পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে খড়দার মানুষ । তাদের বক্তব্য, " এই পর্যবেক্ষণে আমরা উপকৃত হব । আগাম সতর্কতা নিতে পারব । সেইসঙ্গে উপসর্গহীনদের চিহ্নিত  করে করোনা প্রতিরোধ করা সম্ভব  হবে ।" রাজ্যে করোনা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পাশাপাশি সরকারি সব নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানান খড়দা পুরসভার মুখ্য প্রশাসক ।