নিজস্ব প্রতবেদন: প্রজাতন্ত্র দিবসে কলকাতা-সহ রাজ্য জুড়ে জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। লালবাজার সূত্রের খবর, আগামিকাল কলকাতার রেড রোডে মোতায়েন থাকবে চার হাজার পুলিস কর্মী। এছাড়াও মোতায়েন থাকবে কমব্যাট ফোর্স, মোর্চা ফোর্স। প্রতিটি মেট্রো স্টেশনে থাকছে পুলিসের বাড়তি নজরদারি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: NRC আতঙ্কে সীমান্তে দিয়ে দেশে ফিরছে বাংলাদেশিরা, সরেজমিনে দেখে এল জি ২৪ ঘণ্টা


এর পাশাপাশি গঙ্গার ঘাটেও বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। শহরের বিভিন্ন বহুতলের উপর থেকেও চলবে নজরদারি। ২৬ তারিখ সকাল থেকে শহরের রাস্তায় থাকবেন দশজন ডিসি পদ মর্যাদার অফিসার এবং সব যুগ্ম কমিশনার পদ মর্যাদার অফিসাররা। রেড রোড লাগোয়া এলাকায় তৈরি হচ্ছে দশটি বাঙ্কার। প্রজাতন্ত্র দিবসে কুজকাওয়াজের জন্য আজ শনিবার রাত দশটা থেকে রেড রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। অনুষ্ঠান শেষ হওয়ার পর ফের খুলে দেওয়া হবে রাস্তা। 


আরও পড়ুন: পাড়ার 'মামা'র সঙ্গে পরকীয়া বিধবা শাশুড়ির! সত্যি জেনে ফেলায় বিয়ের ৭ মাসেই 'খুন' বউমা