ঘড়ি নিয়ে ঢুকতে পারছে না পরীক্ষার্থীরা, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই ছড়াল অসন্তোষ
পরীক্ষাকেন্দ্রগুলির সব ক্লাস রুমে ঘড়ি নেই। ফলে সময় দেখতে অসুবিধে হবে পরীক্ষার্থীদের। নির্দিষ্টি একটি প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতেই সমস্যা হচ্ছে পরীক্ষার্থীদের।
নিজস্ব প্রতিবেদন: পরীক্ষাকেন্দ্রে মোবাইল, ডিজিটাল ওয়াচ, ক্যালকুলেটার সঙ্গে রাখা যাবে না। এমনই নির্দেশ মাধ্যমিক বোর্ডের। মোবাইল, ও ক্যালকুলেটার নিয়ে কোনও সমস্যা না হলেও, ঘড়ি নিয়ে ছড়িয়েছে অসন্তোষ।
আরও পড়ুন: বাইক থেকে ছিটকে পড়ে মৃত মাধ্যমিক পরীক্ষার্থী
অভিভাবকদের অভিযোগ, পরীক্ষাকেন্দ্রগুলির সব ক্লাস রুমে ঘড়ি নেই। ফলে সময় দেখতে অসুবিধে হবে পরীক্ষার্থীদের। নির্দিষ্টি একটি প্রশ্নের উত্তর নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতেই সমস্যা হচ্ছে পরীক্ষার্থীদের। এনিয়ে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে বিক্ষোভও দেখান অভিভাবকরা। বেথুন স্কুলেও এধরনের একটি সমস্যা তৈরি হয়েছিল।
আরও পড়ুন: ‘ও বাড়ি শোভনেরই নয়’, চাঞ্চল্যকর দাবি রত্নার
মাধ্যমিক বোর্ডের নির্দেশ ছিল, ডিজিটাল ঘড়ি ব্যবহার করতে পারবে না পরীক্ষার্থীরা। ডিজিটাল ঘড়িতে নিষেধাজ্ঞার কথা জানানো হলেও, কোনও সাধারণ ঘড়ি নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের।