শ্রীরামপুরে নার্সিংহোমে বন্দুকবাজের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার ১
ওয়েব ডেস্ক : শ্রীরামপুরে নার্সিংহোমে বন্দুকবাজের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার করা হল একজন। ধৃতের নাম রাজের সিং। এলাকার কুখ্যাত দুষ্কৃতী।
শনিবার ভোরের আলো ফুটছে। ঘড়িতে পৌনে ছটা। প্যারামাউন্ট নার্সিংহোমে ঢুকে পড়ে তিন যুবক। একজনের মাথায় ও পেটে আঘাত। আহত যুবককে তড়িঘড়ি এমার্জেন্সিতে ভর্তি করে নেওয়া হয়। কিন্তু, তর সয়নি সঙ্গীদের। তক্ষুণি চিকিত্সা শুরু করতে হবে। রিসেপশনে থাকা কর্মীদের মাথায় বন্দুক ধরে শুরু হয় শাসানি। নার্সিংহোম কর্মীদের মেরে ফেলার হুমকি দেয় দুষ্কৃতীরা। করা হয় মারধর।
আরও পড়ুন, একমাসে ইলেকট্রিক বিল ৭৭ কোটি!
আতঙ্কে নার্সিংহোমের বাকি কর্মী ও নার্সরা ICU-র টয়লেটে ঢুকে পড়েন। কেউ লুকিয়ে পড়েন ফ্রিজের পাশে। সেসময় ICU-র দায়িত্বে ছিলেন চিকিত্সক শঙ্করপ্রসাদ দে। দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পাননি তিনিও। এভাবেই কেটে যায় আধঘণ্টা। শেষপর্যন্ত নিজেরাই অ্যাম্বুলেন্স জোগাড় করে আহত যুবককে চিকিত্সা করিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
আরও পড়ুন,বাড়িতে শৌচালয় নেই, শ্বশুরমশাইকে থানায় টেনে নিয়ে গেলেন বৌমা!