নিজস্ব প্রতিবেদন: হাওড়ায় ফের ডেঙ্গুতে মৃত্যু। আজ ভোর রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মারা যায় দশ বছরের এক ছাত্রী অখ্যাতি দাস। তার বাড়ি শিবপুর বোটানিক্যাল গার্ডেন এর কাছে কোলে মার্কেট এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিন কয়েক আগে ওই ছাত্রী জ্বরে আক্রান্ত হয়। তার রক্ত পরীক্ষা করলে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। গত ২৯ তারিখ রাতে তাকে উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে খবর, তার ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু শক সিনড্রোম উল্লেখ আছে।



আরও পড়ুন- ছট পুজোয় আসানসোলে প্রকাশ্যে চলল গুলি, অল্পের জোরে প্রাণ রক্ষা যুবকের


এলাকার মানুষের অভিযোগ এলাকাতে হাওড়া পুরসভার কর্মীরা ঠিক মতন সাফাই করেন না। এর পাশাপাশি মশা মারার তেল  ঠিকমতো স্প্রে করা হয় না। যার ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। হাওড়া পুরসভা থেকে অবশ্য দাবি করা হয়েছে তারা নিয়মিত জঞ্জাল সাফাই করে এবং মশা মারার তেল  স্প্রে করা হয়।