নিজস্ব প্রতিবেদন:  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোহার রড বোঝাই ম্যাটাডোরে ধাক্কা।  কপালে লোহার রড ফুঁড়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের মাঝখণ্ড গ্রামে।  মৃতের নাম শেখ কাজ আলম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, তাপমাত্রা বাড়লেও সরস্বতী পুজোর দিন থেকেই রাজ্যে ফের ফিরতে চলেছে শীত


বছর চল্লিশের শেখ আলম বীরভূমের রসুলপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার সকালে সাড়ে পাঁচটা নাগাদ মোটরবাইকে রসুলপুর থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল। সেসময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। উল্টোদিক থেকে আসা একটি গাড়িকে পাস কাটাতে গিয়েই বিপত্তি ঘটে। জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা লোহার রড বোঝাই গাড়ির পিছনে ধাক্কা মারেন। গাড়ির পিছনে থাকা লোহার রড কপাল ফুঁড়ে যায় শেখ আলমের।  ঘটনার বীভত্সতায় স্তম্ভিত হয়ে যান সকলে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর।


আরও পড়ুন, কেষ্টর গড়ে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির চাল


ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বাইক আরোহী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। দুটি বাইকই বাজেয়াপ্ত করেছে পুলিস।