নিজস্ব প্রতিবেদন:  গাড়ির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার। জ্বালিয়ে দেওয়া হল ঘাতক গাড়ি। চালককে মারধর উত্তেজিত জনতার। ঘটনাকে ঘিরে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের রামপুর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বনধ রুখতে কড়া রাজ্য, ৭-১০ জানুয়ারি ছুটি নিতে পারবেন না সরকারি কর্মচারীরা


শুক্রবার বছর আটত্রিশের দীনবন্ধু সুরকার সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। রাস্তায় সাইকেল থেকে নেমে কোনও কাজ করছিলেন তিনি। অভিযোগ সেই সময়ই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় নয়ানজুলিতে গিয়ে পড়েন দীনবন্ধু। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।


আরও পড়ুন: বালিগঞ্জ পার্কে অভিজাত ব্যবসায়ী পরিবারে ভাসুরকে দিয়ে স্ত্রীকে ‘ধর্ষণ’ স্বামীর!


ঘাতক গাড়িটি জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। চালককেও মারধর করেন তাঁরা। পরে পুলিস গিয়ে তাকে গ্রেফতার করে। অভিযোগ, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক। গাড়ির গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। তাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ঘটনাকে ঘিরে উত্তেজনা রয়েছে এলাকায়।