নকিব উদ্দিন গাজী: হটুগঞ্জের ব্যবসায়ীকে গুলিকাণ্ডে ভোররাতে আহতকে স্থানান্তরিত করা হয় কলকাতার এসএসকে হাসপাতালে। এবার সেই ঘটনায় গ্রেফতার একজন। হটুগঞ্জের শুট আউটের   ঘটনায় গুলিবিদ্ধ ব্যবসায়ী নিখিল কুমার সাহার অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা তাকে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, দুষ্কৃতীদের ছোঁড়া গুলি ওই ব্যবসায়ির শরীরের লিভারের কাছে আটকে  রয়েছে যার চিকিৎসা ডায়মন্ড হারবারে করা সম্ভব নয়। তাই তড়িঘড়ি আহত ব্যবসায়ীকে পুলিসি নিরাপত্তায় কলকাতায় স্থানান্তরিত করা হয়।


অন্যদিকে কলকাতায় স্থানান্তরিত হওয়ার আগে প্রতিক্রিয়া দেন আহত ব্যবসায়ী নিখিল কুমার সাহা। ঘটনায় রেজাউল হক ওরফে ছোট মাটালের নামে অভিযোগ করেন তিনি। ঘটনার মূল অভিযুক্ত রেজাউল হক ওরফে  ছোট মাটাল হটুগঞ্জ এলাকার দুষ্কৃতি বলেও জানা যায়। এলাকায় তোলাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত  রেজাউল হক ওরফে ছোট মাটাল। ঘটনায় মূল অভিযুক্ত রেজাউল হকে গ্রেফতার করেছে পুলিস।


আরও পড়ুন: Bengal Weather Update: বসন্তেই চড়ছে তিলোত্তমার পারদ, উষ্ণ দোল উৎসবের পূর্বাভাস বঙ্গে


গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম নিখিলকুমার সাহা। তাঁর বাড়ি, ডায়মন্ড হারবারে। পেশায় তিনি ব্যবসায়ী। তাঁর দোকান উস্তির হটুগঞ্জে। ঘড়িতে তখন রাত পৌনে ৯টা। রবিবার রাতে যখন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, তখনই হামলার মুখে পড়েন নিখিল। অভিযোগ, হটুগঞ্জে ওই ব্যবসায়ীর পথ আটায় কয়েকজন দুষ্কৃতী। টাকা চায় তারা। রাজি না হওয়ায় নিখিলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর পালানোর সময়ে আবার বোমা ছোঁড়ে হামলাকারীরা! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস।


আরও পড়ুন: Usthi Firing: টাকা না পেয়ে ব্য়বসায়ীকে লক্ষ্য করে গুলি! উস্তিতে শুটআউট


এর আগে, দক্ষিণ ২৪ পরগনারই তৃণমূল নেতাকে গুলি করে খুন করে দু্ষ্কৃতীরা। সেদিন সন্ধ্যায় এলাকারই একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন ভাইপো-সহ আরও বেশ কয়েকজন। আচমকাই বাইকে করে এসে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় ৩ দুষ্কৃতী।   


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)