নিজস্ব প্রতিবেদন: দুই শিশুর বিবাদে মর্মান্তিককাণ্ড। কাটা গেল শিশুর মায়ের হাতের আঙুল। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচোল থানার মির্জাতপুর গ্রামে। চারজনের বিরুদ্ধে চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

                         আরও পড়ুন: স্ত্রী এসেছিলেন দেখা করতে, তারপরই কোয়ার্টারে যে অবস্থায় পুলিসকর্তা দেখলেন প্রতিবেশীরা        


স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  শনিবার বিকালে খেলার সময় বচসা বাধে দুই শিশুর। সেই সময় বিষয়টি মিটে গেলেও রাত সাতটা নাগাদ এক শিশুর পরিবার হামলা চালায় অন্য শিশুর পরিবারের ওপর। প্রথমে বাঁশ দিয়ে মারধর করা হয় শিশুর মা সুখমনি নুনিয়াকে। এরপর ধারালো অস্ত্রের কোপ মারা হয় তাঁর ডান হাতে।


আরও পড়ুন: তিন ছেলের বিয়ে দিয়েছেন, ঘরে নাতি রয়েছে, তবুও স্ত্রীকে নিয়ে সন্দেহ করতেন স্বামী! পরিণতি


ধারালো অস্ত্রের আঘাতে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল কেটে যায় ওই বধুর। চিত্কারে ছুটে আসেন প্রতিবেশীরা। সেই সময় ওই গৃহবধূর স্বামী দেবেন নুনিয়া বাড়িতে ছিলেন না। প্রতিবেশীরাই গৃহবধূকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে  ও পরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত অবস্থায় সেখানেই চিকিত্সাধীন ওই মহিলা। এই ঘটনায় ফেকু নুনিয়া, বধুয়া নুনিয়া সহ চারজনের বিরুদ্ধে চাঁচোল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা এখন অধরা।