নিজস্ব প্রতিবেদন: ডেঙ্গিতে ফের রাজ্যে মৃত্যু হল এক মহিলার।  মৃতের নাম মঞ্জু রাউল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: তিন ছেলের বিয়ে দিয়েছেন, ঘরে নাতি রয়েছে, তবুও স্ত্রীকে নিয়ে সন্দেহ করতেন স্বামী! পরিণতি


পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর  ব্লকের মঙ্গলপুর এলাকার বাসিন্দা বছর পঁয়ত্রিশের মঞ্জু রাউল এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। স্থানীয় চিকিত্সককে দেখানোর পরে জ্বর না কমায় এগরা মহকুমা  সুপার স্পেশালিটা হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।


আরও পড়ুন: স্ত্রী এসেছিলেন দেখা করতে, তারপরই কোয়ার্টারে যে অবস্থায় পুলিসকর্তা দেখলেন প্রতিবেশীরা


পুজোর সময়  হাসপাতালে ঠিক মতো ডাক্তার না থাকায় মঞ্জুদেবীর চিকিত্সা ঠিক মতো হয়নি বলে অভিযোগ। এরপর তাঁকে ওড়িশার কটকে এক নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে তাঁর ডেঙ্গি ধরা পড়ে।  ৫দিন ওই নার্সিংহোমেই ছিলেন মঞ্জুদেবী। ৫ দিন পর রবিবার সকালে মৃত্যু হয় তাঁর।