নিজস্ব প্রতিবেদন: রাজ্যের বেশ কয়েকজন বিজেপি(BJP) বিধায়ক ও সাংসদ দল ছাড়তে পারেন বলে জল্পনা রয়েছে রাজ্য রাজনীতিতে। এর মধ্যেই আবার দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এনিয়ে শনিবার বিষ্ণুপুরের সাংগঠনিক সভার পর মুখ খুললেন সভাপতি দিলীপ ঘোষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দিলীপের বৈঠকে গরহাজির Saumitra, শোরগোল বিজেপির অন্দরে, বৈঠক ডাকল যুব মোর্চা  


রাজ্য বিজেপি সভাপতির(Dilip Ghosh) দাবি, দলের মধ্যে কোনও সুর-বেসুর নেই। দলের ১৬৭ কর্মী প্রাণ দিয়ে দলকে এই জায়গায় নিয়ে এসেছে। এঁরা আমাদের সম্পদ। অনেকে সুযোগ পাবেন বলে দলে এসেছিলেন। সুযোগ হয়নি তাই চলে যাবেন। একজন, দুজন চলে গেলে কিছু যায় আসে না। হাজার লোক বিজেপিতে যোগ দিয়েছেন। তারা দলের সঙ্গে রয়েছেন।


দলের একাধিক নেতার দল ছাড়ার জল্পনা প্রসঙ্গে দিলীপবাবু বলেন, অনেকে ভেবেছিলেন বিজেপি জিতে যাবে। সেই আশায় এসেছিলেন। এখন বিজেপি জিততে পারেনি বা নিজেরা জিততে পারেননি। তাই তাদের এখন অসুবিধা হচ্ছে। বিজেপি সকলকে সম্মান দিয়ে দলে নিয়েছে।


আরও পড়ুন- তৃণমূলের নতুন যুব সভানেত্রী Saayoni Ghosh, মহিলা শাখার দায়িত্বে কাকলি  


এদিন বিষ্ণুপুরে দলের সাংগঠনিক বৈঠকে ছিলেন না বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ(Soumitra Khan)। তিনি আবার আজ দলের হোয়াটসঅ্যাপ গ্রুপও ছেড়েছেন। ফলে রাজনৈতিক মহলের প্রশ্ন, এবার কি সৌমিত্র খাঁও বেসুরো? এনিয়ে দিলীপ ঘোষ বলেন, উনি অন্য কোনও কাজে রয়েছেন। ওঁর সঙ্গে আমার দেখা ও কথা হয়েছে। ভার্চুয়াল বৈঠকে তিনি থাকেন। ভোট গণনার পর আমাদের ৩৭ জন কর্মী মারা গিয়েছেন। হাজার হাজার মানুষ ঘরছাড়া। এসব নিয়েই আমরা ও আমাদের কর্মীরা এখন ব্যাস্ত। এখন ব্যক্তিগত মান অভিমানের সময় নয়।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)