নিজস্ব প্রতিবেদন: অক্সিজেনের অভাবে (Oxygen Crisis) রোগী মৃত্যুর অভিযোগ। বোলপুর মহকুমা হাসপাতালের (Bolpur Hospital) উত্তেজনা৷ রোগীর পরিজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় অক্সিজেন নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: করোনা রুখতে ২ সপ্তাহের লকডাউন ঘোষণা রাজ্য সরকারের


জানা গিয়েছে, শনিবার সকালে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে (Bolpur Hospital) ভর্তি হন গেনি বিবি। ভর্তির ২ ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়। মৃতার মেয়ে বুড়ি বিবি জানান, তাঁর মায়ের স্ট্রোক হয়েছিল। তিনি করোনা আক্রান্ত হননি। তাঁর অভিযোগ, বোলপুর মহকুমা হাসপাতালের (Bolpur Hospital) চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাঁর মাকে বাঁচানোর চেষ্টা করেনি। অক্সিজেনটুকুও দেননি। শ্বাসকষ্টে মাকে কাতরাতে দেখে তিনি বারবার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছে ছুটে যান। বদলে মেলে দুর্ব্যবহার। অক্সিজেন নেই বলে তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।


আরও পড়ুন: রাজ্যে এল আরও ৭৫ হাজার Covaxin ডোজ, কাল থেকে টিকাকেন্দ্রে


ঘটনাকে কেন্দ্র করে বোলপুর মহকুমা হাসপাতালে (Bolpur Hospital) সকাল থেকেই তীব্র উত্তেজনা তৈরি হয়। এই বিষয়ে জানার জন্যে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও, কোনও প্রতিক্রিয়া মেলেনি।