দেবব্রত ঘোষ: বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনে শেষ হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার খেসারত দিতে হচ্ছে বিরোধী দলের অনেক প্রার্থীকে। মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি আসছে বলে অভিযোগ। এবার সিপিআইএম-এর এক  প্রার্থীকে হুমকি দেবার ছবি ভাইরাল হয়েছে। অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরূদ্ধে। হুমকির জেরে তিনি এখন ঘর ছাড়া বলে জানা গিয়েছে। তবে তিনি লড়াইয়ে নেমে ময়দান ছাড়তে চান না বলেই জানিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডোমজুড় ব্লকের চামরাইল গ্রাম পঞ্চায়েতের ১৬৩ নম্বর বুথে এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিপিএম প্রার্থী অপর্ণা বায়েন। বৃহস্পতিবার সকালে তার বাড়িতে ওই অঞ্চলের তৃণমূল প্রার্থীর স্বামী দলবল নিয়ে এসে তাকে প্রার্থী পদে না দাঁড়ানোর জন্যে নানাভাবে হুমকি দেয় বলে অভিযোগ।


আরও পড়ুন: Panchayat Election 2023: রাজ্যজুড়ে অন্তর্দ্বন্দের মাঝেই অন্য চিত্র জলপাইগুড়ি জেলা তৃণমূলে


তৃণমূল চায় ওই অঞ্চলের তিনটি বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে। ওই মহিলা প্রার্থী তাদের বোঝানোর চেষ্টা করলেও তৃণমূল কংগ্রেস কর্মীরা তার বাড়ি ভাঙচুর করার এবং মারধরের হুমকি দেয়।


গোটা ঘটনা মোবাইলে ক্যামেরাবন্দী করেন অপর্ণার পরিবারের লোকেরা। সেই ছবি পরে ভাইরাল হয়। হুমকির কাছে মাথা নত না করে বৃহস্পতিবারই পুলিসের সাহায্যে অপর্ণা সিপিএম-এর প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। এরপরই বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে ভাঙচুর হয় বলে অভিযোগ।


তৃণমূল কংগ্রেস কর্মীরা জানালার কাঁচ ভেঙে দেয় এবং বাড়ির ছাদে বোতল ছোঁরে বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত পরিবার অন্য জায়গায় আশ্রয় নেয়।


আরও পড়ুন: Panchayat Election 2023: মনোনয়নের শেষ দিনেও অন্তর্কলহ, একই আসনে একাধিক প্রার্থী তৃণমূলের


অপর্ণা বায়েন জানিয়েছেন তিনি নির্বাচনে লড়াই করবেন। কোনও অবস্থাতেই তৃণমূল কর্মীদের চাপে নতি স্বীকার করবেন না। যেভাবে তারা তাঁকে হুমকি দিয়ে গিয়েছে তাতে তিনি এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন। পুলিস এবং দলকেও গোটা ঘটনা জানিয়েছেন তিনি।


অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমকির অভিযোগ অস্বীকার করা হয়েছে। ডোমজুড় কেন্দ্রের বিধায়ক এবং হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ জানিয়েছেন, ‘সেরকম হলে সিপিএম প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে পারতেন না। হেরে যাবে তাই এখন নাটক করছে বিরোধীরা। তৃণমূল কংগ্রেস কর্মীরা এই ধরনের কোনও কাজ করেনি’।


লিলুয়া থানার পুলিস জানিয়েছে অভিযোগ পেয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)