Panchayat Election 2023: বার বার বলেও তৈরি হয়নি রাস্তা, ভোট বয়কটের ডাক জলপাইগুড়িতে
তাদের অভিযোগ, গ্রামের ৪০টিরও পরিবারের মানুষের যাতায়াতের জন্য ভরসা এক কিলোমিটারের মতো একটি জমির আল। এমনকি বর্ষা নামলেই কোমর জল পার করে বাড়ি পৌঁছাতে হয়। পাশাপাশি স্থানীয়দের দাবি গামছা পড়ে বাড়ি থেকে বের হয়ে কোমর জল পার করে রাস্তায় উঠে প্যান্ট-শার্ট পরতে হয়। তারপরে গন্তব্যস্থলে যেতে পারেন তারা।
প্রদ্যুৎ দাস: এ কোনও ভোট প্রচারের পোস্টার নয়। এবার ভোট বয়কটের পোস্টার পড়ল গ্রামে। রাস্তা না থাকার কারণে ভোট বয়কটের ডাক জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের কালারটারী ও দধীরটারীর বাসিন্দাদের।
ভোট যায় ভোট আসে কিন্তু এলাকার রাস্তা হয় না। রাস্তা তৈরি করার কথা বলে নেতারা ভোট নিতে যায়। কিন্তু ভোট পেরোলেই রাস্তা তৈরির কথা ভুলে যায় নেতারা। এই অভিযোগে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির গাদং-২ নম্বর গ্রাম পঞ্চায়েতে পশ্চিম শালবাড়িতে কালারটারী ও দধীরটারী এলাকার বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিলেন।
আরও পড়ুন: Jalpaiguri: পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টি! ফুঁসছে নদী, ব্যারাজ থেকে ছাড়া হল জল...
তাদের অভিযোগ, গ্রামের ৪০টিরও পরিবারের মানুষের যাতায়াতের জন্য ভরসা এক কিলোমিটারের মতো একটি জমির আল। এমনকি বর্ষা নামলেই কোমর জল পার করে বাড়ি পৌঁছাতে হয়। পাশাপাশি স্থানীয়দের দাবি গামছা পড়ে বাড়ি থেকে বের হয়ে কোমর জল পার করে রাস্তায় উঠে প্যান্ট-শার্ট পরতে হয়। তারপরে গন্তব্যস্থলে যেতে পারেন তারা।
বারবার এই এলাকায় রাস্তা তৈরির জন্য বিভিন্ন মহলে অনুরোধ করার পরেও আশ্বাস ছাড়া আর কিছুই হয়নি। তাই তারা বাধ্য হয়ে পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের পথে হাঁটলেন। ইতিমধ্যে রাস্তার উপরে ভোট বয়কটের পোস্টার লাগিয়ে বিক্ষোভ আন্দোলন করেন। তবে এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলের নেতা নেত্রীরা ভোট প্রচারে ওই এলাকায় ঢোকেননি বলে তাদের অভিযোগ।
যদিও বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়ে তদন্ত করে দেখবেন বলে আশ্বাস দেন তৃণমূলের সভাপতি দীপু রায়। তবে ওই এলাকার বাসিন্দা সঞ্জয় রায় বলেন, ‘তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, আমাদের বলেছিল তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জেতাও তাহলে রাস্তা হবে। কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেল রাস্তা হয়নি’।
অন্যদিকে ওই এলাকার আরেক বাসিন্দা বলেন, ‘ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটে জিতলে প্রথম কাজ হবে এই রাস্তা তৈরি করা। প্রতিশ্রুতি সার, কাজের কাজ কিছুই হয়নি’।
এই সম্পূর্ণ ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের ধুপগুড়ি গ্রামীণ ব্লক সভাপতি দিপু রায় জানান, ‘এখন ইলেকশন ঘোষণা হয়ে গিয়েছে কাজেই কোনও কাজ এখন করা সম্ভব নয়’। তবে ভোট বয়কট হবার কারণে শাসক দল তৃণমূল কংগ্রেসেরই ক্ষতি হবে বলেই মনে করছেন এলাকার অনেকে।