প্রবীর চক্রবর্তী: লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের আগে জেলার দায়িত্ব ভাগ করে দিল শাসক দল। সে কারণেই রাজ্য জুড়ে প্রথম সারির নেতাদের বিভিন্ন জেলার দায়িত্ব দিয়ে দেওয়া হল। তবে নাম বদলালেও দায়িত্ব থাকছে একই। কেবল পর্যবেক্ষককের বদলে এল প্রতিনিধি। তাই এবার পর্যবেক্ষকের বদলে জেলায় জেলায় প্রতিনিধি নিয়োগ শুরু করল তৃণমূল। গরু পাচার মামলায় অনুব্রত মন্ডল জেলে থাকায় বীরভূমের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হল অভিজিত্‍ সিনহা। কোচবিহারের দায়িত্বে এলেন উদয়ন গুহ। তবে নদিয়ায় দায়িত্বে বহাল থাকলেন মহুয়া মৈত্র। কলকাতার দায়িত্বে থাকলেন দেবাশিস কুমার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, ডিসেম্বরে ধামাকা; অশান্তির চেষ্টা চলছে, নদীয়ায় বিস্ফোরক মমতা


আলিপুরদুয়ারের দায়িত্ব দেওয়া হল প্রকাশ চিক বণিক। জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিমপংয়ের দায়িত্বে যথাক্রমে থাকেলেন- মহুয়া গোপ, পাপিয়া ঘোষ ও এলবি রাই। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে থাকলেন- কানাইয়া লাল আগরওয়াল ও মৃণাল সরকার। সরকার। মালদায় থাকলেন আব্দুল রহিম বক্সি, মুর্শিদাবাদে খালিউর রহমান। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা থাকবে অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের তত্ত্বাবধানে। হাওড়া এবং হুগলি অরূপ বিশ্বাস ও নেস্থাশিস চক্রবর্তীর দায়িত্বে দেওয়া হয়েছে। পশ্চিন বর্ধমানের দায়িত্বে থাকছেন মলয় ঘটক।


পঞ্চায়েত ভোটকে আসরে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নিজের সংসদীয় এলাকা ডায়মন্ডহারবারে পর্যালোচনা বৈঠক রয়েছে ১৫ নভেম্বর। আলোচনায় থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রসঙ্গত, কিছুদিন আগেই পূর্ব মেদিনীপুরের জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। নন্দীগ্রাম ১ ও ২ নম্বর ব্লকে এবার সংগঠন ঢেলে সাজায় তৃণমূল। ব্যাপক রদলবদল ঘটে কাঁথিতেও। বাদ যায়নি তমলুকও।


রাজ্যে দুর্নীতি ইস্যুতে এখন ব্যাকফুটে তৃণমূল। এসএসসি দুর্নীতি মামলায় যখন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি, তখন গোরুপাচারকাণ্ডে জেল হেফাজতে অনুব্রত মণ্ডলও। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে চাকরি নামে প্রতারণার অভিযোগে ক্ষোভের মুখে পড়ছেন স্থানীয় তৃণমূল নেতারাও। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে কোমর বেঁধে নামতে চাইছে শাসক দল। 


আরও পড়ুন, Kunal Ghosh In Nandigram: মঞ্চে সুফিয়ান কেন, নন্দীগ্রামে শহিদস্মরণ অনুষ্ঠানে কুণালের সামনেই হাতাহাতি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)