নিজস্ব প্রতিবেদন: দুর্গাপুরে মনোনয়নপত্র দাখিল ঘিরে অশান্তি। বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল পাণ্ডবেশ্বেরর বিধায়ক তথা আসানসোলের মেয়র জীতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে। পুলিসের সামনেই বিজেপির অস্থায়ী শিবির ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সকালে দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিতে যান বিজেপি ও তৃণমূল প্রার্থীরা। সেইসময় দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। বিজেপির অস্থায়ী শিবিরে ভাঙচুর চালানো হয়। অভিযোগ, তখনই বিজেপি নেতা লক্ষ্মণ ঘোড়ুইয়ের উপরে ছুরি নিয়ে হামলা করে তৃণমূল। লক্ষ্মণ ঘোড়ুইয়ের অভিযোগ, আসানসোলের মেয়র জীতেন্দ্র তিওয়ারির দলবদল পরিকল্পনা করে তাঁর উপরে হামলা করেছে। বেধড়ক মারধর করা হয়েছে বিজেপি কর্মীদের। অভিযোগ উড়িয়ে জীতেন্দ্র তিওয়ারির দাবি, বিজেপিই প্রথম হামলা করেছে। 


ঘটনার প্রতিবাদে সিটি সেন্টারের পিয়ালি মোড়ের কাছে দু'নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা।      


আরও পড়ুন- মনোনয়নপত্র জমা ঘিরে দফায় দফায় সংঘর্ষ বর্ধমানে