নিজস্ব প্রতিবেদন:  ১৪ মে আদৌ ভোট হচ্ছে কি? উত্তর মিলতে পারে বৃহস্পতিবার। আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে পঞ্চায়েতর নিরাপত্তা মামলার রায়। বেলা ২টোর সময়ে রায় ঘোষণা হওয়ার কথা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভোটের নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার ও কমিশন ইতিমধ্যেই খামবন্দি রিপোর্ট জমা দিয়েছে আদালতে। তা খতিয়ে দেখার পর আজ পর্যবেক্ষণ দেবেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত আদৌ সন্তুষ্ট কিনা জানা যাবে তা। ১৪ মে আদৌ ভোট হবে কিনা তা আদালতের রায়ের ওপরই নির্ভর করছে।


আরও পড়ুন: হাইকোর্টের রায়কে শীর্ষ আদালতে চ্যালেঞ্জ কমিশনের, তড়িঘড়িতে আবেদনপত্রে গুচ্ছ ভুল


অন্যদিকে, বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চেও এদিন সিপিএমের দায়ের করা মামলার শুনানি। নির্বাচন কমিশন ৩ দিনের ভোট ১ দিনে করানোর সিদ্ধান্ত নেওয়ায়, তা চ্যালেঞ্জ জানিয়ে মামলা করে সিপিএম। সেই মামলারও শুনানি আজ সকাল ১০টায়।


অন্যদিকে, পঞ্চায়েত মামলায় আজ নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকেও। ক্রুটি শুধরে এদিন মামলা মেনশনের সম্ভাবনা কমিশনের। একতরফা শুনানি আটকাতে ক্যাভিয়েট দাখিল করেছে বিজেপি, সিপিএম।