`বিজেপি মনোনয়ন দিতে না পারলে তৃণমূলের একটা বাড়ি আস্ত থাকবে না`
পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই সুর চড়িয়েছেন বিজেপি নেতারা। শাসকদলের কর্মীদের কোমর ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন স্বয়ং রাজ্য বিজেপি সভাপতি। হিংস্রতার সেই ধারায় নবতম সংযোজন সায়ন্তন বসু।
নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ে জেলায় জেলায় সংঘর্ষের মধ্যেই ফের হিংস্র বয়ান দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। বিজেপি কর্মীরা মনোনয়ন জমা দিতে না পারলে তৃণমূল কর্মীরা তার ফল হাতেনাতে পাবেন বলে এদিন হুমকি দেন তিনি।
মঙ্গলবার সংবাদমাধ্যমকে সায়ন্তনবাবু বলেন, জেলায় জেলায় মনোনয়ন পেশে বাধা দিচ্ছে সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের মনোনয়ন পেশে বাধা দেওয়া হচ্ছে। যদি কোনও গ্রামে বিজেপি প্রার্থী মনোনয়ন পেশ করতে না-পারেন সেখানে কোনও তৃণমূল কর্মীর বাড়ি আস্ত থাকবে না। আস্ত থাকবে না এলাকার কোনও তৃণমূল পার্টি অফিস।
অবাধ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য বিজেপি
পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই সুর চড়িয়েছেন বিজেপি নেতারা। শাসকদলের কর্মীদের কোমর ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন স্বয়ং রাজ্য বিজেপি সভাপতি। হিংস্রতার সেই ধারায় নবতম সংযোজন সায়ন্তন বসু। এর আগে মুখ্যমন্ত্রীকে 'পশ্চিমবঙ্গের সব থেকে বড় ভিখারি' বলে কটাক্ষ করেন তিনি।