নিজস্ব প্রতিবেদন: গোপন সূত্রে খবর পেয়ে  নেপালে পাচারের আগে উদ্ধার প্যাঙ্গোলিনের দেহাংশ। জানা গিয়েছে, গভীর রাতে প্রায় ১ টা নাগাদ খবর আসে বনদফতরের কাছে। জানতে পারে লুপ্ত প্রায় বন্য প্রাণী পাচার করা হচ্ছে। তখনও জানতে পারেনি কোথায় কখন কী প্রাণী পাচার করা হচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এরপর শিলিগুড়ি থেকে শুরু হয় তল্লাশি অভিযান।  বাইক করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বেশ কিছুজনকে। তখন তাদের চেজ করা হয়। ৬ জন পালিয়ে যায়। দু-টি বাইক সমেত একজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্যাঙ্গোলিনের দেহাংশ।   প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে নকশাল বাড়ি পর্যন্ত গিয়ে, তারপর নেপাল পাড়ি দিত। 


 পাচারকারীদের কাছ থেকে অভিযান চালিয়ে প্রচুর পরিমানে প্যাঙ্গোলিনের আশ উদ্ধার করেছে বনদপ্তর শালুগাড়া রেঞ্জ।  জানা গিয়েছে, ভুটান থেকে এসেছে ওই প্যাঙ্গোলিনের আঁশ।