নিজস্ব প্রতিবেদন : জি ২৪ ঘণ্টার খবরের জেরে গ্রেফতার পানিহাটির ত্রাস, কুখ্যাত তোলাবাজ আকাশ সরদার ওরফে বুদুয়া। টানা বেশ কয়েক মাস ধরেই বুদুয়ার দৌরাত্ম্যে অতিষ্ঠ পানিহাটির পানশিলার ব্যবসায়ীরা। সোমবার সেই খবর সম্প্রচারিত হয়। আর তারপরই নড়েচড়ে বসে খড়দা থানা। গভীর রাতেই গ্রেফতার হয় বুদুয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, ব্যাবসায়ীরা তোলা না দিলেই তাঁদেরকে মারধর করত বুদুয়া। এমনকি প্রাণনাশের হুমকিও দিত। বেশ কয়েকবার খড়দা থানায় এই নিয়ে অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। বুদুয়ার ভয়ে তটস্থ থাকতেন পানিহাটির পানশীলার ব্যবসায়ীরা। তাঁরা দোকান খুলতে ভয় পেতেন। অভিযোগ, কারও কাছে মদ খাওয়ার জন্য ৫ হাজার টাকা, আবার কোনও ব্যবসায়ীকে টাকার অঙ্কের পরিমাণ না বলেই ফোনে তোলা চেয়ে হুমকি দিত বুদুয়া। টাকা না দিলেই জুটত গুলি করে খুনের হুমকি।


আতঙ্কে রাতের ঘুম উড়ে গিয়েছিল পানিহাটির ব্যবসায়ীদের। অবশেষে গতকাল গভীর রাতে নিজের ডেরা থেকেই গ্রেফতার হয় বুদুয়া। ধৃত বুদুয়াকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। সূত্রে খবর, তাকে হেফাজতে চেয়ে আবেদন জানাবে খড়দা থানার পুলিস।


আরও পড়ুন, সচল জেলে বন্দি বিজেপি নেতার ফেসবুক, 'পোস্ট করলেন' মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি!