নিজস্ব প্রতিবেদন: অবশেষে অনশন তুলে নিলেন আন্দোলনরত পার্শ্বশিক্ষকরা। টানা ২৮ দিন পর বৃহস্পতিবার প্রত্যাহার করা হল অনশন। পার্শ্বশিক্ষকদের সমস্ত দাবিয়ে খতিয়ে দেখার জন্য তিনমাস সময় নিয়েছে প্রশাসন। বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিকাশভবনে বৈঠকে বসেন আন্দোলনকারীদের ৫ প্রতিনিধির দল। বৈঠকের পরই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। এদিন বিকেলে প্রথমে জুস খেয়ে অনশন ভাঙেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


একাধিক দাবি দাওয়া নিয়ে গত ১১ নভেম্বর থেকে বিকাশ ভবনের পাশে বিক্ষোভে বসেন পার্শ্বশিক্ষকরা। ১৫ নভেম্বর থেকে শুরু করেন অনশন। গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন তাঁরা। জমা দেওয়া হয় ডেপুটেশনও। তাঁদের দাবিদাওয়া খতিয়ে দেখার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। তারপরই আজ অনশন প্রত্যাহার করার কথা ঘোষণা করে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ। তাঁরা জানিয়েছেন, আগামী মার্চের মধ্যে শিক্ষামন্ত্রীকে আশ্বাস বাস্তবায়িত করতে হবে। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ফের অনশনে বসবেন তাঁরা।